195670

কুড়িয়ে পাওয়া দুই লাখ টাকার চেকের মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না

দুই লাখ টাকার একটি চেক কুড়িয়ে পাওয়া গেছে। মালিবাগ রেলগেট এলাকায় লাব্বাইক পরিবহণের একটি বাসের ভেতর থেকে চেকটি পেয়ে সোশ্যাল মিডিয়ার মালিক কে খুঁজছেন বিপুল নামের এক ব্যক্তি।

গতকাল চেকের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও বিপুল নামের ওই ব্যক্তি জানাচ্ছেন প্রায় দুই মাস আগে তিনি চেকটি কুড়িয়ে পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় প্রদত্ত মোবাইল নম্বর অনুযায়ী বিপুলের সাথে যোগাযোগ করা হয়।

এ বিষয়ে বিপুল কালের কণ্ঠকে বলেন, গত ৩০ নভেম্বর আমি চেকটি কুড়িয়ে পেলেও এখন পর্যন্ত এর মালিককে খুঁজে পাইনি। যদি এর দাবিদার কেউ থেকে থাকেন তাহলে আমার নম্বরে উপযুক্ত প্রমাণ সহ যোগাযোগ করে চেকটি নিতে পারবেন।

দুই লাখ ৪ হাজার টাকার এই চেকটি সাহাবউদ্দিন নামের এক ব্যক্তির অনুকূলে বাংলাদেশ রেলওয়ে প্রদান করেছে। তবে কিসের বিপরীতে এতো টাকার চেক সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। চেকের দাবিদার সাহাব উদ্দিন নামের ওই ব্যক্তিকে -01725785262 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ad

পাঠকের মতামত