কান্ড দেখুন ওয়াজ মাহফিলে হুজুরদের (ভিডিও)
ইন্টারনেট ডেস্ক :বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তার বক্তব্য শেষে জিকিরের সময় এ কি করছে মুসল্লিরা। আল্লাহু আল্লাহু বালার তালে তালে একে বানরের কায়দায় লাফালাফি করতে লাগল। ভিডিওতে জিকির দেখে একে কখনোই জিকির বলা কায়দা নেয়। এসময় জিকিরের মাঝেই বক্তা নামাজের সময় হয়েছে। আর যারা চিল্লাচিল্লি করছিলো। আল্লাহু যেনো তাদের কলব ঠান্ডা করে দেয়।
ভিডিওটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেজে শেয়ার করে মীর শাহাদাৎ নামের এক লোক। এ পর্যন্ত ভিডিওটি প্রায় ৬৫হাজার লোক দেখেছে। এসময় ভিডিওটির নিচে কমেন্টে অনেকে অনেক মন্তব্য করেন।
এসময় ফেসবুক ব্যবহারকারী মো: সাগর লেখেন, এই শয়তান গুলোর কারনে আল্লাহ তায়ালা এই দুনিয়ায় বিপদ নাজিল করেছে
ফেসবুক