ইনটেলের ৫১২জিবি’র মেমোরি কার্ড
ইনটেল নিয়ে এনেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাসম্পন্ন মাইক্রো এসডি কার্ড। নতুন এই কার্ডটি ৫১২ জিবি এর। মেমোরি কার্ডটি মূলত অ্যান্ড্রয়েড ডিভাইস আর ট্যাবলেটে ব্যবহারের জন্য আনছে ইনটেল।
ফোন বা ট্যাবলেটের নিজস্ব মেমোরির বাইরে এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়িয়ে নেওয়া যায়। তাই এটি স্মার্টফোন আর ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য খুবই দরকারি। এতে বিভিন্ন তথ্য, ভিডিও, অডিও, ছবি জমা করে রাখা হয় বলে যতো বেশি স্থান পাওয়া যায় ততই ভালো।
কিছুদিন আগেই স্যানডিস্ক ২৫৬ জিবির মাইক্রো এসডি কার্ড বাজারে এনেছিলো। ওই কার্ডটির স্পিড ছিল সেকেন্ডে ১০০ মেগাবাইট।
সেই ধারাবাহিকতায় ইন্টেগ্রাল মেমারি নামের কোম্পানি ৫১২ জিবি এর মাইক্রো এসডি কার্ড আনছে যা ডিএসএলআর ক্যামেরা, ড্রোন ইত্যাদিতেও ব্যবহার করা যাবে। থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি, স্পিড সেকেন্ডে ৯০ মেগাবাইটের উর্ধ্বে।
৫১২ জিবি এর এই এসডি কার্ড ফটোগ্রাফির ক্ষেত্রে ভালো ব্যবহার করা যাবে। বর্তমান সময়ের স্মার্টফোনগুলো ফোরকে ভিডিও ধারণক্ষমতা সম্পন্ন। তাই এই মাইক্রোএসডি কার্ডটি খুব সময়োপযোগী হবে আশা করা যায়।