হঠাৎ করেই টেষ্ট দলে ডাক পেলেন আব্দুর রাজ্জাক
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ৩৫ বছর বয়সী বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে দলের সাথে যোগ দিতে চট্টগ্রামে রওয়ানা হয়েছেন তিনি।
রাজ্জাক জাতীয় দলের হয়ে সর্বশেষ টেস্ট খেলেন ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে। সেবারও শ্রীলঙ্কাই ছিল প্রতিপক্ষ।
১২ টি টেস্ট ম্যাচ খেলা রাজ্জাক ২৩ উইকেট নিয়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে কিছুদিন আগেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
রাজ্জাক এখন পর্যন্ত ১২টি টেস্ট খেলেছেন। উইকেট ২৩টি। আর ১৫৩টি ওয়ানডেতে উইকেট ২০৭টি।










