স্ত্রীর প্রেমিক ভেবে ছেলেকে খুন!
স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক আছে এমন সন্দেহ করতেন সোমান্না নামে এক ব্যক্তি। এর জেরে বাবার হাতে খুন হলো ছেলে পরশুরাম। ভারতের তেলঙ্গানা রাজ্যের গুটুপাল্লে গ্রাম এ ঘটনা ঘটে।
জানা গেছে, ১৪ বছরের ছেলে পরশুরাম শুক্রবার মায়ের বিছানায় ঘুমিয়ে ছিল। কিন্তু ছেলেকে চিনতে পারেনি সোমান্না। বিছানায় শুয়ে থাকা ছেলেকে স্ত্রীর প্রেমিক ভেবে কুড়াল দিয়ে আঘাত করেন সোমান্না। এতে ঘটনাস্থলে পরশুরামের মৃত্যু হয়।
নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় কান্নায় ভেঙে পড়ে সোমান্না। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় মামলা হয়েছে।