195260

বিয়ের আহবান জানালেন পর্নোতারকা আসুকা হোশিনো

জাপানিরা ব্যবসা-বাণিজ্যে বেশ দক্ষ। তারা জানেন কীভাবে একজন ক্রেতাকে অকর্ষণ করতে হয়। সম্প্রতি জাপানের একটি প্রতিষ্ঠান তাদের কোম্পানিতে দেশি পর্নোতারকা আসুকা হোশিনোকে নিয়োগ দিয়েছেন।
আসুকা হোশিনো জাপানের একজন জনপ্রিয় পর্নোতারকা। ২০১০ সালে তিনি পর্নো ফিল্ম সংস্থায় যোগ দেন এবং ২০১৩ সালে পর্নোজগত থেকে অবসর নেন। তবে ওই তিন বছরে তিনি অনেক পর্নো ফিল্মে অভিনয় করেন, যা তাকে জনপ্রিয়তার চূড়ায় নিয়ে যায়।

আসুকা হোশিনোর যোগদান করা কোম্পানির নাম ‘অ্যামবিশিয়াস’। এ প্রতিষ্ঠানটি মূলত বিয়ের জিনিসপত্র বিক্রি করে থাকে।

প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর সাবেক ওই পর্নোতারকা তার ভক্তদের বিয়ের আহবান জানান। ওই বিয়ে শপিং দিয়ে শুরু হবে এবং চুমো দেওয়ার মাধ্যমে সমাপ্তি ঘটবে। আর এতে একজনের মোট ৩ লাখ ৫০ হাজার জাপানি ইয়েন ব্যয় হবে।

ওই বিয়ে অনুষ্ঠান জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হবে এবং একজন ক্লাইন্টকে কমপক্ষে তিন সপ্তাহ আগে এর জন্য বুকিং করতে হবে।

ad

পাঠকের মতামত