এবার প্রেমিকার ছোট বোনের সঙ্গে……
বলিউডে দীর্ঘদিন ধরেই শুনা যাচ্ছিল, ‘দ্যা ফলট ইন আওয়ার স্টারস’-এর হিন্দি রিমেক হবে। তবে ছবিতে প্রধান চরিত্রে কারা অভিনয় করবেন তা নিয়ে ছিল গুঞ্জন। প্রথমে আদিত্য রায় কাপুরের নাম শুনা গেলেও এখন শোনা যাচ্ছে আদিত্য নয়, তার জায়গায় নেওয়া হচ্ছে সুশান্ত সিং রাজপুতকে।
মুম্বাই মিরর এক প্রতিবেদনে জানায়, ‘দ্যা ফলট ইন আওয়ার স্টারস’ ছবিতে সুশান্তকে রোম্যান্স করতে দেখা যাবে তার গার্লফ্রেন্ড কৃতি শ্যাননের বোন নূপুরের সঙ্গে। এর মাধ্যমে বলিউডে ডেবিট হতে যাচ্ছে নূপুরের। শোনা যাচ্ছে, নূপুরের বলিউড ব্রেক পাওয়ার জন্য হাত রয়েছে বলিউডের সুপরিচিত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার। তবে নূপুরের নাম এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি।
জানা গেছে, কৃতি শ্যাননের বোন নূপুর প্রথমে গান গাওয়া শুরু করেছিলেন, তবে সম্প্রতি তিনি অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছেন। কিছুদিন আগে বোন নূপুরের ক্যারিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে কৃতি বলেন, নূপুর নিজের মতো করে ক্যারিয়ার তৈরি করতে চায়, এতে আমি খুশি। আমি যখন আমার বলিউড যাত্রার দিকে ফিরে তাকাই তখন বেশ গর্বই হয়, আমার এটা ভেবেও ভালো লাগছে যে নূপুরও ওর মতো করে রাস্তা তৈরি করতে চায়।
তিনি বলেন, নূপুর গান করতে ভালোবাসে এবং অভিনয়ও শিখছে। আমি ওকে বলেছি, তার মন যেটা চায় সেটাই করতে।