আইপিএলে অবশেষে দল পেলেন গেইল, কিন্তু মুল্য…
স্পোর্টস ডেস্ক : অবশেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন টি-টোয়েন্টির বিশ্বসেরা ক্রিকেটার ক্রিস গেইল।
আইপিএলে গত কয়েক মৌসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেতে খেললেও এবার তাকে ধরে রাখেননি তারা। ফলে নিলামে উঠে গেইল। তার ভিত্তিমূল্য ধরা হয় ২ কোটি রুপি। কিন্তু নিলামের প্রথম দিন অবিক্রিত থেকে যান ওয়েস্ট ইন্ডিজের গেইল। নিলামের দ্বিতীয়দিন তথা শেষ দিন রোববার বিকেল ৪টা পর্যন্ত গেইল কোন দল পাননি। ফলে অনেকেই ধরে নিয়ে ছিলেন আইপিএসের এগারতম আসর গেইলবিহীন হচ্ছে। কিন্তু নাটকীয়ভাবে অবিক্রিত খেলোয়াড়ের আবারে নিলামে ডাকা হয়। সেই সুযোগে ২ কোটি রুপিতে গেইলকে কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব।
বাংলাদেশ প্রিমিয়াল লিগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুরের শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন গেইল।