হাথুরুর কাছে শেষ পর্যন্ত হেরে গেল বাংলাদেশ
দলের সবাই যখন একে একে ব্যর্থ তখন একাই লড়ে যাচ্ছে মাহমুদুল্লাহ। সবার ব্যর্থতার দিনে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। দলে এ বিপর্যয়ে এদিকে যেমন দলের হাল ধরত হবে তেমনি সেঞ্চুরি করারও সুযোগ রয়েছে তার। সাকিব ব্যাট করতে না পারায় মহাবিপদে বাংলাদেশ দল।
একাই সাহসে সাথে খেলে এরই মধ্যে রান করে ক্রিজে রয়েছে। রয়েছে তিনটি ছক্কার মার। ভালেই খেলছিলেন রিয়াদ-সাইফুদ্দিন। কিন্তু ৩৬.৩ ওভারে সময় ২ রান নিতে গিয়ে রান আউট হতে চলেছিলেন। কিন্তু
এ আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ২২২ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। মাত্র ৩ রান করেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। চামিরার বলে উড়িয়ে মারতে গিয়ে ধনাঞ্জয়ার হাতে ধরা পড়েন তিনি। এর আগের বলেই বোলারের হাতে ক্যাচ তুলে বেঁচে গিয়েছিলেন তিনি। তবে পাওয়া জীবন কাজে লাগাতে পারেনি এই ওপেনার।
এর আরেক ওপেনার মিঠুন দ্রুত রান নিতে গিয়ে রান আউট হলেন। মাত্র ১০ রান করে বিদায় নেন তিনি। বারবের মত আবার ব্যর্থ সাব্বির। তুলে মারেতে গিয়ে তিনি আউট হলেন। এতদিন তিন নম্বরে সাকিব খেলে আসলেও আজ ফাইনালে তিনে নেমেছে সাব্বির। কিন্তু ব্যর্থ হলেন সাব্বির। ৯ বল খেলে ২ রান করে আউট হন তিনি। আঙ্গুলের ইনজুরির কারনে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ।
শ্রীলঙ্কার দুশমন্ত চামিরা ও ধনাঞ্জয়ার দুজনে দু্টি উইকেট নিয়ে বাংলাদেশের শিবিরে কাঁপ ধরিয়ে দিয়েছেন।
সাব্বিরের উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে সঠিক পথে ফেরান চেস্টা করছিলেন দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে বাউন্ডারির খোঁজে থাকা রিয়াদের ব্যাটে রান বাড়াতে থাকে বাংলাদেশ। অন্য প্রান্তে মুশফিক প্রান্ত বদল করে খেলে জুটি বড় করে যান।
২১তম ওভারে ধনঞ্জয়ার গুগলিতে সুইপ করতে গিয়ে লেগ বিফরের ফাঁদে পড়েন ভালো খেলতে থাকা মুশফিক। তবে রিভিউ নিয়ে রক্ষান পান তিনি। তবে রিভিউ নিয়ে রক্ষা পেলেও শেষ রক্ষা হলনা মুশফিকের। ধনাঞ্জয়ার বলে মারতে গিয়ে থারাঙ্গার হাতে ক্যাচ হয়ে দিয়ে আউট হন। ৪০ বলে ২২ রান করে ফিরেন তিনি।
এদিকে রিয়াদ জুটিতে বাংলাদেশকে জিতার লক্ষ্যে সিরিজে প্রথম বারের তত নেমে ব্যর্থ হলে মিরাজ। ধনাঞ্জয়ার বলে তার হাতে ক্যাচ দিয়ে ফরে বিপদে ফেলে চলে গেলেন। ১৪ বলে ৫ রান করেন মিরাজ। সাইফুদ্দিনও রান আউট হলেন। মাশরাফি এসেও কিছু করতে পারলেন না। ক্রিজে এসে রুবেল আউট।
সাকিব না থাকায় শেষ ব্যাটসম্যান হিসেবে মাহমুদুল্লাহ আউট হলে শেষ হয়ে যায় বাংলাদেশ ইনিংস। ৭৯ রানে হরে যায় বাংলাদেশ।










