195151

সাকিবের চেয়ে বেশি দামে মুম্বাইয়ে মোস্তাফিজ

ভারতের ব্যাঙ্গালুরুতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের নিলাম। আর এতে দল পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২০১৮ সালে আইপিএল মাতাবেন মুস্তাফিজ।

এবারের আসরের নিলামে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ১ কোটি রুপি। নিলামে ফিজের দাম পৌঁছেছে ২ কোটি ২০ লাখ রুপিতে। আগের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ফিজ এবার খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ফিজকে দলে পেতে আগ্রহ দেখিয়েছিল দিল্লী ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত নিলামে ফিজকে পায় মুম্বাই।

এদিকে এর আগে সকালে নিলামে দল পেয়েছিলেন আরেক বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান। ২০১৮ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন বাংলাদেশের ক্রিকেটের সেরা এই অলরাউন্ডার। সাকিবকে দলে পেতে দুই দল আগ্রহ প্রকাশ করে- সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ১ কোটি রুপি ভিত্তি মূল্য থেকে নিলামে সাকিবের দাম উঠে ২ কোটি রুপি। শেষ পর্যন্ত সাকিবকে ২ কোটিতে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। উল্লেখ্য, এই দলে আগের দুই আসরে খেলেছিলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।

চলতি নিলামে অনেক বিস্ময়ের দেখা মিলেছে। নিলামে অবিক্রিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল।

আসন্ন আইপিএলের ১১তম আসরে অংশ নিতে আগ্রহ প্রকাশ করা ৮ বাংলাদেশী ক্রিকেটার ছিলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু। সেখান থেকে নিলামে আছেন ৬ ক্রিকেটার। নিলামের তালিকা থেকে বাদ পড়েছিলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। সাকিব, মুস্তাফিজ ছাড়া বাকি ৪ বাংলাদেশী ক্রিকেটারের নিলাম এখনও হয় নি।

বরাবরের ন্যায় এবারও আইপিএলের নিলাম হবে দুই দিন ধরে। আজকের পর আগামীকালকেও অনুষ্ঠিত হবে চলতি আসরের নিলাম। এবারের নিলামের জন্য নতুন কিছু নিয়ম যোগ করা হয়েছে। খেলোয়াড় ধরে রাখার সংখ্যা প্রথমে তিন থাকলেও পরে সেটা বাড়িয়ে পাঁচে আনা হয়েছে। এদিকে নিলামের জন্য দলগুলো সর্বোচ্চ ৮০ কোটি রুপি ব্যয় করতে পারবে। আগামী ৪ এপ্রিল শুরু হবে আইপিএলের একাদশ আসর।

উল্লেখ্য, আইপিএলে গত দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছিলেন ফিজ। প্রথম আসরে দল চ্যাম্পিয়ন হবার পাশাপাশি মুস্তাফিজ হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার।

ad

পাঠকের মতামত