195154

হাসপাতালে সাকিব, ব্যাটিং নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক : ফিল্ডিং করার সময় বাঁ-হাতের আঙ্গুলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। ড্রেসিংরুমে না গিয়ে সাকিবকে যেতে হয়েছে বিসিবির মেডিকেল রুমে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করতে পারবেন কিনা; তা নিয়েই জেগেছে শঙ্কা। শেষ খবর, আঙুলে এক্স-রে করানোর জন্য তাকে অ্যাপোলো হাসপাতালে নেয়া হচ্ছে।

বিসিবির মেডিকেল টিম জানাচ্ছে, সাকিবের চোট বাঁহাতের কনিষ্ঠ আঙুলের নিচের অংশে।

সাকিব এ ম্যাচে খেলতে পারবেন কিনা সেটি জানতে চাইলে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী চ্যানেল আই অনলাইনকে জানান, ‘মনে হয় খেলা হবে না।’

দুর্ঘটনাটি ঘটে ম্যাচের ৪২তম ওভারে। রান আউটের সুযোগ পেয়ে মিডঅফে ছুটে গিয়ে বল ধরার সময় মাটিতে লুটিয়ে পড়েন সাকিব। বাঁহাতের আঙুলে শঙ্কা জাগানো চোটটি পান তখনই। মাঠ ছাড়েন সঙ্গে সঙ্গেই।

চোট কতটা গুরুতর সেটা তাতক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে টাইগার ড্রেসিংরুমে ভয়ের শ্রোত বয়ে যাওয়ার যথেষ্ট কারণ ছিল। কারণটা বোঝা যাচ্ছিল মাঠ ছাড়ার সময় সাকিবের বেদনাকাতর মুখমণ্ডলী দেখেই!

ad

পাঠকের মতামত