195148

সাকিব শপিং করার আগে আমার সাথে স্কাইপ করে : শিশির

বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান মাঠে খেলা বের করে আনার অনেক বিশেষ কৌশলই জানেন। স্কুপ করে বাউন্ডারি হাঁকানো কিংবা বাঁ হাতের স্বকীয় ঘূর্ণিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানকে বোকা বানাতে তার জুড়ি মেলা ভার। আর শপিং করে স্ত্রী শিশির উম্মে আল হাসানকে খুশি করতেও সাকিব এক দিক দিয়ে অভিনব। ওই যে স্বতন্ত্র! কোন ঝুঁকি না নিয়ে সরাসরি সবচেয়ে অভিজাত মেসেঞ্জার স্কাইপের ভিডিওকলে স্ত্রীর পছন্দমত পোশাক কিনতেও নাকি সাকিব সেরা! শুক্রবার কিন্তু এমনটাই জানালেন শিশির, ‘নাবিলা বুটিকস লিমিটেড’ এর নতুন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে। এই তারকা দম্পতির হাতেই যাত্রা শুরু হলো নতুন এই শপিং ডেস্টিনেশনের।

শিশির শুধু সাকিবের স্ত্রী হয়ে অনুষ্ঠানে আসেননি। বরং আরেক অর্থে বলা যায় সাকিবই এসেছেন শিশিরের সাথে। কারণ, শিশির আগামী একবছরের জন্য ‘নাবিলা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

১২.১২.১২ অর্থাৎ ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব-শিশির। ৬ বছরের দাম্পত্য জীবনে তারা একটি ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা। আলাইনা হাসান অব্রি। ২০১৬ সালের ৯ নভেম্বর জন্ম যার আমেরিকায়। বিয়ের আগে বাংলাদেশের গণমাধ্যমে শিশিরের নাম পরিচিত ছিল না। কিন্তু এরপর তিনি নিজেই নিজের পরিচয় তৈরি করেছেন। স্বামী-স্ত্রী মিলে অভিনয় করছেন বিজ্ঞাপনচিত্রে। হয়েছেন দারুণ প্রশংসিত। হচ্ছেনও। এখন জরিপ করলে, টিভি কমার্শিয়ালের সেরা ও জনপ্রিয় জুটির একটি অবশ্যই মানতে হবে তাদের। নিজের যোগ্যতাতেই শিশির এখন টেলিকম কোম্পানি ‘বাংলালিংক’ এরও ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

এত গুণে গুণান্বিতা স্ত্রীর পছন্দমতো উপহার কি কিনতে পারেন ক্রিকেট মাঠের খেলোয়াড় সাকিব? উত্তরে শিশিরের মুখে হাসি ছড়ায়। মুখে আলো ফুটিয়ে জানিয়ে দেন, এই ব্যাপারে সাকিব ডিফেন্সিভ স্ট্রোক খেলতেই পছন্দ করেন, ‘যখন শপিংয়ে যায় (সাকিব) আমার সাথে স্কাইপ করে। একটু কিনতে ভয় পায় যদি পছন্দ না হয়! (হাসি) সবসময় সেফ থাকার জন্য স্কাইপ আমাদের বেশি হেল্প করে।’

প্রসঙ্গত, প্রযুক্তিই তাদের কাছে টেনেছিল। ঘর বাঁধার সাথে ওই প্রযুক্তির অবদান যে কতোটা ছিল তা সাকিব-শিশিরের চেয়ে ক’জনাই বা বেশি জানেন!

ওটা ভিন্ন গল্প। ডিফেন্সের মাঝেও যে সংসারে সাকিব অবলীলায় গ্যালারিতে অবলীলায় ছক্কা হাঁকাতে জানেন তা অবশ্য শিশির বলেছেন একটু পরেই, ‘এমনিতে ও পছন্দ করে কিনে নিয়ে আসে। একটা শাড়ি কিনে নিয়ে এসেছে, আমার খুব পছন্দ হয়েছে।’

আর সাকিব নিজের পোশাক-আশাক, ফ্যাশন অনুষঙ্গ একেবারে নিজেরই পছন্দে কেনেন? দেশের টেস্ট এবং টি-টুয়েন্টি দলের অধিনায়ক এখানেও ক্রিকেটার, খেলোয়াড়ের ভাষাতেই সরল স্বীকারোক্তি। ওখানে নৌকাটার মাঝি তিনি নন! এখানে তার ক্যাপ্টেন শিশির, ‘ও (শিশির) সব কেনে আমার জন্যে। আমি খালি সাইজটা দেই, সাইজটা ঠিক আছে কিনা; মেজারমেন্টটা দেই (হাসি)। বাকি সব শিশিরই পিক করে।’ এখানে তাই ফ্যাশনের সাথেও ঢুকে পড়ে ক্রিকেট কিংবা ক্রিকেটের ভেতর ফ্যাশন! তবে বুঝি খেলাটাই থাকে এগিয়ে! পোশাক পছন্দের চেয়ে সাকিবের কাছে মাঠের খেলাই সহজ বলে মনে হয়, ‘আমার জন্য মাঠে ফোকাস করাটা সহজ।’

আর সাকিব যেখানে আছেন সেখানে খেলার কথা হবে না এমনটা কি হয়? কথাপ্রসঙ্গে উঠে আসল শুক্রবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সের কথা। জুনিয়র টাইগাররা নিউজিল্যান্ডে কোয়ার্টার ফাইনালে যে এদিন হেরেছেন ভারতের কাছে। গত বছর সেমি ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবার হলো না। তবে বয়সভিত্তিক দলে খেলেই তো সাকিবের উঠে আসা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে উঠে বিশ্ব তারকাদের মধ্যে শীর্ষ একজন এখন তিনি। আজ বিশ্বসেরা অল রাউন্ডার। বিশ্বকাপে এবার দল শেষ আট থেকে ছিটকে পড়লেও সাকিবের বিশ্বাস, এই দল থেকেই হয়ত নতুন সাকিব-মুশফিক কিংবা নতুন কোন আশরাফুল উঠে আসবেন, ‘স্বাভাবিকভাবেই ভারত কিংবা আরো যে দলগুলো আছে সবই শক্তিশালী প্রতিপক্ষ। সব মিলিয়ে আমার কাছে মনে হয় না টুর্নামেন্টটা খুব খারাপ গেছে। তবে আমি আশাবাদী, এখান থেকে ভাল ভাল খেলোয়াড় আসবে।’

ad

পাঠকের মতামত