মোস্তাফিজকে দলে নিয়ে আনন্দে ফেসবুকে যা লিখল মুম্বাই
এবারের আইপিএলে নতুন ঠিকানায় বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও। বাংলাদেশের বাঁহাতি পেসারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
শনিবার আইপিএলের নিলামে মুস্তাফিজকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় মুম্বাই। তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি।
মুস্তাফিজকে পাওয়ার লড়াইয়ে ছিল দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্স। ডাক শুরু করেছিল দিল্লি। শেষ পর্যন্ত তাকে পায় মুম্বাই। তাকে দলে পেয়ে ফেইসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে তাকে স্বাগতম জানায় মুম্বাই ইন্ডিয়ানস।
মোস্তাফিজকে নিয়ে ফেসবুক তারা লিখেছেন, ” Pace, cutters, yorkers, slower-ones, bouncers – you name it!