195082

দীপিকার থেকেও ভারতে জনপ্রিয় এই পর্নস্টার, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক।।

আর কিছু দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে রাম গোপাল ভার্মার ছবি ‘God, Sex and Truth’। ওয়েবে মুক্তি পাচ্ছে তার সেই ছবি। যাতে অভিনয় করেছেন মার্কিন পর্নস্টার মিয়া মালকোভা।

সেই ছবি নিয়ে গত কয়েকদিন ধরেই নানা ধরনের আপডেট শেয়ার করছেন আরজিভি। কখনও পোস্টার রিলিজ করছেন, কখনও তার অভিজ্ঞতার কথা বলছেন। এবার তিনি জানালেন, গুগলের হিসেবে মিয়া মালকোভার জনপ্রিয়তা ঠিক কতটা।

ছবি রিলিজের দিন তিনেক আগে আগেই তিনি একাধিক টুইট করেন শুক্রবার। সেখানে তিনি দেখিয়েছেন, নরেন্দ্র মোদী ও মুকেশ আম্বানির থেকেও বেশি জনপ্রিয় মিয়া মালকোভা।

অন্য একটি টুইটে তিনি উল্লেখ করেছেন- অভিনেত্রী দীপিকা পাডুকোনের থেকেও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন মিয়া।

ad

পাঠকের মতামত