কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪০, আহত শতাধিক
আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪০ জন। শনিবার দুপুর ১টার দিকে বিস্ফোরক-ভর্তি একটি এ্যাম্বুলেন্স দিয়ে এই হামলা চালানো হয়। হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, জঙ্গিরা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন একটি ভবনের সামনের জনাকীর্ণ রাস্তায় বিস্ফোরক-ভর্তি এ্যাম্বুলেন্সটিতে বিস্ফোরণ ঘটায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপপাত্র নাসরাত রাহিমি বলেন, কোন বাধা ছাড়াই পুলিশের তল্লাশি চৌকি অতিক্রম করার জন্য হামলাকারীরা অ্যাম্বুলেন্স ব্যবহার করেছে।
সেখানকার প্রথম তল্লাশি চৌকি অতিক্রম করার পর পুলিশ বিস্ফোরকের বিষয়টি শনাক্ত করে। পরে দ্বিতীয় তল্লাশি চৌকিতে অ্যাম্বুলেন্সটিকে আটকানো হলে চালক নিজেই বিস্ফোরণ ঘটিয়ে সেটি উড়িয়ে দেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদ মাজরাহ বলেন, হাসপাতালের তথ্য অনযায়ী এখন পর্যন্ত ৪০ জন শহীদ হয়েছেন। আরো ১৪০ জন আহত হয়েছেন।