194994

আমি আছি, আপনি?

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, চীনা লিঙ্কআস অ্যাপস বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। এই অ্যাপসের মাধ্যমে দর্শকরা সেলিব্রিটিদের যাবতীয় আপডেট পাবেন। এই অ্যাপসের মাধ্যমে তারা মাঝে-মধ্যে লাইভে এসে দর্শকদের সাথে যুক্ত হবেন। অ্যাপসটি যারা বাংলাদেশে এনেছেন তাদের চিন্তাধারা অনেক স্মার্ট। আমি আছি অ্যাপসটির সঙ্গে, আপনি আছেন তো?

অ্যাপসটির সঙ্গে যুক্ত আছেন শোবিজের জনপ্রিয় মুখ তাহসানও। লিঙ্কআস অ্যাপসের চেয়ারম্যান ইয়ে লিয়াং এবং ব্যান্ডদল ওয়ারফেইজ’র সদস্যদের উপস্থিতিতে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয়, আগামী এক বছরের জন্য লিঙ্কআস অ্যাপসের ব্রান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করবেন অপু বিশ্বাস ও তাহসান রহমান খান।

লিঙ্কআস অ্যাপস কর্তৃপক্ষ জানায়, এই অ্যাপসে গান, নাটক, সিনেমা, মিউজিক ভিডিও সবকিছুই পাওয়া যাবে। পাশাপাশি পাওয়া যাবে রাজধানীর ট্রাফিক আপডেটও ।

অ্যাপসটি www.linkuslive.com এই ঠিকানায় লগ ইন করে অথবা গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

ad

পাঠকের মতামত