৩৩ হাজার ফুট ওপরে সাক্ষাৎকার দিলেন মিশু সাব্বির
প্রথমবারের মতো আকাশের মধ্যে সাক্ষাৎকার দিলেন। রিজেন্ট এয়ার ওয়েজের বোয়িং ৭৩৭ কক্সবাজারগামী একটি বিমানে এই সাক্ষাৎকার পর্ব সম্পন্ন হয়।
বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোনো ইন্টারভিউ শো’য়ের জন্য আকাশ পথে হলো ভিডিও শুট। ইগলু প্রেজেন্টস ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার নামের একটি প্রোগ্রামের অংশ এটি।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বোর্ডিং ব্রিজ থেকে ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’-এর শুট শুরু হয়। এরপর বিমানটি উড্ডয়নকালীন সময় পুরো সাক্ষাৎকার পর্ব সম্পন্ন হয়। মধ্য আকাশে যখন সাক্ষাৎকার পর্ব চলছিল তখন এটি ৩০ হাজার ফুট ওপর দিয়ে চলছিল।
অপু মাহফুজ এবং তাহমিনা শারমিন রুমকির পরিচালনায় ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’-এর সবচেয়ে চমকপ্রদ অ্যাপিসোড হতে যাচ্ছে মিশু সাব্বিররের অনুষ্ঠানটি। কেননা বোয়িং ৭৩৭বিমানটি ৩০ হাজার থেকে ৪৫ হাজার ফুট উচ্চতায় চলাচল করে। আর এতে এই সাক্ষাৎকার পর্বটিও চমৎকার ছিল।
অন্যদিকে আগের অ্যাপিসোডগুলোতে চারজনই নারী তারকা থাকলেও ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’-এ প্রথম পুরুষ তারকা হিসেবে নাম লেখালেন অভিনেতা মিশু সাব্বির।