194936

হঠাৎ জাতীয় দলে ডাক পেলেন কে এই নাঈম?

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নতুন চমক অনূর্ধ্ব-১৯ দলের ডানহাতি স্পিনার নাঈম হাসান। হঠাৎ জাতীয় দলে ডাক পেলেন কে এই নাঈম?

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়। সেখানে প্রথমবারের মতো নাম এলো নাঈমের। একই দিনে নিউজিল্যান্ডে চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৩১ রানের বিশাল ব্যবধানে হেরে বিদায় নিয়েছে নাঈমদের দল। এ দিন তিনি দুটি উইকেট নিয়েছেন।

চট্টগ্রামের ছেলে নাঈম প্রথম শ্রেণিতে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে নয় উইকেট নিয়েছেন। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন আটটি। উইকেট নিয়েছেন পাঁচটি। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুটি ম্যাচ খেলেছেন চিটাগং ভাইকিংসের হয়ে। নিয়েছেন এক উইকেট। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশে হয়ে চার ম্যাচে নিয়েছেন তিন উইকেট।

বাজে ফর্মের কারণে ত্রিদেশীয় সিরিজে বাদ পড়েছিলেন পেসার তাসকিন ও ওপেনার সৌম্য। সাদা পোশাকেও দলের বাইরে তারা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টেস্টে দলে ছিলেন তারা। অন্যদিকে ত্রিদেশীয় সিরিজে দলের বাইরে থাকা মুমিনুল হককে টেস্টে ফেরানো হয়েছে।

এ ছাড়া ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকেও ফিরেছেন। চোখে আঘাতজনিত সমস্যার কারণে গেল বছর শ্রীলঙ্কা সফরের পর থেকে দলের বাইরে ছিলেন তিনি। এরপর বিপিএল দিয়ে ফেরেন। ত্রিদেশীয় সিরিজেও জাতীয় দলের বাইরে ছিলেন। ফিরছেন সেই শ্রীলঙ্কার বিপক্ষেই।

১৪ সদস্যের বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও নাঈম হাসান।

ad

পাঠকের মতামত