194957

আজমির শরিফ গেলেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ভারতের আজমির শরিফে গিয়েছেন।

শুক্রবার বেলা ১১টায় তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের আজমির শরিফের উদ্দেশে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আইভীর পরিবার।

আইভীর পরিবারের সদস্যরা জানান, মেয়র আইভীর সঙ্গে তার ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বলসহ পরিবারের নিকটাত্মীয়রা রয়েছেন। তাঁরা ভারতের আজমির শরিফে পরী খাজা মাঈনদ্দিন চিশতি রঃ মাজার জিয়ারত করবেন।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জে ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ শামীম ওসমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এতে মেয়র আইভী ও সাংবাদিকসহ অর্ধশত ব্যাক্তি আহত হয়।

ad

পাঠকের মতামত