৮২ রানে অল-আউট টাইগাররা
ত্রিদেশীয় সিরিজের শুরু থেকেই এই দুই বন্ধুর ধারাবাহিক পারফর্মেন্সে ব্যাটিং সেক্টর নিয়ে কোনো চিন্তাই ছিল না বাংলাদেশের। গত তিন ম্যাচে সাকিব দুইবার এবং তামিম একবার ম্যাচসেরা হয়েছেন। আজ শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বহীন ম্যাচে এই দুই তারকা দ্রুতই আউট হয়ে গেলে মহাবিপদে পড়ে বাংলাদেশ। কেউ হাল ধরতে পারেনি। টুর্নামেন্টজুড়ে প্রবল প্রতাপ দেখানো টাইগার বাহিনী আজ মাত্র ২৪ ওভারে ৮২ রানে অল-আউট হয়ে যায়!
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানেই শুরুতেই এনামুল হক বিজয়কে হারায় বাংলাদেশ। সুরঙ্গা লাকমলের বলে বোল্ড হওয়ার আগে ৬ বল নষ্ট করে কোনো রান করতে পারেননি বিজয়। ১০ রানের ব্যবধানে অপ্রয়োজনীয় কুইক সিঙ্গেল নিতে গিয়ে দানুশকা গুনাথিলকার সরাসরি থ্রোতে আউট হয়ে যান সাকিব (৮)। তামিমও আজ ব্যর্থ। ৫ রান করে সুরঙ্গা লাকমলের লাফিয়ে ওঠা বলে সেই গুনাথিলাকার তালুবন্দি হন।
১৬ রানে ৩ উইকেট হারানোর পর আশা জাগাচ্ছিল দুই ভায়রা ভাই মুশফিক-মাহমুদ উল্লাহ জুটি। কিন্তু ভায়রা ভাই মুশফিকের সঙ্গে জুটি গড়া হলো না রিয়াদের। লাকমলের বলে চামিরার তালুবন্দি হওয়ার আগে করলেন ২০ বলে ১ বাউন্ডারিতে ৭ রান। ৩৪ রানে ৪ উইকেট হারানোর পর মুশফিকের সঙ্গী হন সাব্বির। তার ব্যাটিংয়ে বেশ আত্মবিশ্বাসের ছটা দেখা গিয়েছিল। দুটি বাউন্ডারিও মারেন। কিন্তু পেরেরার বলে ১০ রানেই থামতে হয় তাকে।
থিসারা পেরেরার বলেই ৬ষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। তিন বছর পর জাতীয় দলে সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি আবুল হাসান। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন ৭ রানে। একপ্রান্ত আগলে লড়াই করতে থাকা মুশিককে শিকার করেন চামিরা। তার ২৬ রান ছিল বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত। দলের মহাবিপদের সময় কিছুই করতে পারেননি নাসির হোসেন। চামিরার বলে ডিকাভেলার গ্লাভসবন্দি হয়ে ফিরেছেন ৩ রানে। মাশরাফি (১) আর রুবেল (০) সান্দাকানের বলে আউট হলে ৮২ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ!