194798

কবর থেকে লাশ তুলে আঙ্গুল, চোখ, কলিজা কেটে তন্ত্রসাধনা

ঠাকুরগাঁওয়ে এক শতবর্ষী বৃদ্ধের অঙ্গকেটে তান্ত্রিকতা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে এক যুবক ও তার পরিবার। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও পৌরসভাধীন হঠাৎ পাড়ার শতবর্ষী বৃদ্ধ হাড়ি-পাতিল বিক্রেতা আব্দুল বারেক গত শনিবার (২০ জানুয়ারি) অসুস্থ জনিত কারণে মারা যান। তাঁর লাশ দাফন করা হয় স্থানীয় মুন্সিপাড়া গোরস্থানে। বৃদ্ধের মৃত্যুর খবর পায় একই এলাকার ফজলের ছেলে রিপন(২০)।

ঘটনার সময় সে ঢাকায় অবস্থান করছিল, পরে বৃদ্ধের মৃত্যুর খবর শুনে সে এলাকায় চলে আসে। বুধবার (২৪ জানুয়ারি) গভীররাতে মুন্সিপাড়া গোরস্থানে গিয়ে কবর খুঁড়ে বৃদ্ধের আঙ্গুল, চোখ, কলিজা কেটে নিয়ে আসে রিপন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) তান্ত্রিকতা অবস্থায় এক প্রতিবেশীর নজরে পড়লে সে চিৎকার করে ওঠে।

স্থানীয় উত্তেজিত জনতা এ খবর শুনে রিপনের ঘরে আগুন দেয় ও ভাঙচুর চালায়। স্থানীয়রা জানান রিপন ও তাঁর পরিবার দীর্ঘদিন যাবৎ এসব কাজ করে আসছে। এদিকে গোরস্থানে বৃদ্ধের কবরের পাশে তান্ত্রিকতার বই ও ছুরি পাওয়া গেছে এবং বৃদ্ধের লাশ কাটা-ছেড়া অবস্থায় দেখা গেছে বলে স্থানীয়রা জানান। ঘটনার খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে রিপন, রিপনের দাদী শাহেরা খাতুন ও ফুফু আনুকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি (অপারেশন) বাবলু কুমার রায়।

ad

পাঠকের মতামত