194525

যে ১০ ফুটবলারের ব্যক্তিগত বিমান সবচেয়ে দামী

বিশ্বের প্রায় সব তারকা ফুটবলারেরই ব্যক্তিগত বিমান আছে। অবসরে ব্যক্তিগত সেই বিমানে চড়েই তারা ঘুরে বেড়ান বিশ্বের এ প্রান্ত থেকে ওপ্রান্তে। তা সব ফুটবলারের ব্যক্তিগত বিমানের দামই কি সমান? মোটেই না। টাকার অঙ্কে তাদের বিমানের দামে আকাশ-পাতাল পার্থক্য। কারো বিমানের দাম ২ মিলিয়ন ইউরো তো কারো বিমানের দাম ৩১ মিলিয়ন ইউরোরও বেশি।

তবে যত বড় ফুটবলার, তত দামী বিমান, ব্যাপারটা এমন নয়। যদিও মাঠের ফুটবলের মতো দামী বিমান ব্যবহারের লড়াইয়েও মূল সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীটা ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যেই। ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামী বিমান হালের এই সেরা দুই ফুটবলারেরই।

তবে ব্যক্তিগত বিমান-বিলাসিতায় মেসিকে হারিয়ে দিয়েছেন রোনালদো। ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি দামী ব্যক্তিগত বিমানের মালিক রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টারই। মেসিও খুব পিছিয়ে নেই। ফুটবলারদের মধ্যে দ্বিতীয় দামী বিমানটি বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারের দখলেই।

সাবেক-বর্তমান মিলিয়ে বিশ্ব ফুটবল তারকাদের মধ্যে সবচেয়ে দামী ব্যক্তিগত বিমান আছে যাদের, তাদের শীর্ষ ১০ জনের একটা তালিকা প্রকাশ করেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা। পরিবর্তন পাঠকদের জন্য সেই ১০ ফুটবলারের নাম ও তাদের বিমানের দাম তুলে ধরো হলো।

১. ক্রিস্তিয়ানো রোনালদো, ৩১.৭ মিলিয়ন ইউরো

ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামী বিমান ব্যবহার করেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিশ্বের নানা প্রান্ত ঘুরে বেড়ানোর জন্য রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার কিনে নিয়েছেন গলফস্ট্রিম জি৬৫০ মডেলের একটা বিলাসবহুল বিমান। দাম ৩১.৭ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৩২৩ কোটি ১৪ লাখ ২৬ হাজার ৯৯৯ টাকা মাত্র!

২. লিওনেল মেসি, ২৮.৩ মিলিয়ন ইউরো

বিমান-বিলাসিতায় প্রতিদ্বন্দ্বী রোনালদোর চেয়ে পিছিয়ে বটে। তবে বার্সেলোনার আর্জেন্টাইন তারকাও বিলাসবহুল এক বিমান নিয়েই চলাফেরা করেন। নিজের নামের তারকাখ্যাতির সঙ্গে সঙ্গতি রেখেই কিনে নিয়েছেন এমব্রায়ের লেগাচি ৬৫০ মডেলের বিমান। মডেল রোনালদোর বিমানের মতো ৬৫০ হলেও মেসির বিমানের দাম ২৮.৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ২৮৮ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৬১৫ টাকা মাত্র।

৩. জ্লাতান ইব্রাহিমোভিচ, ২৩.৮ মিলিয়ন ইউরো

তারকাখ্যাতিতে রোনালদো-মেসির পরই হয়তো নেইমার। তবে পিএসজির ব্রাজিলিয়ান তারকা নন, ব্যক্তিগত বিমান বিলাসিতায় রোনালদো-মেসির পরই আছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ম্যানচেস্টার ইউনাইটেডের সুইডিশ ফরোয়ার্ড নিজের চলাফেরার জন্য ব্যবহার করেন কেসনা সিটেশন লঙ্গিটিউড ব্র্যান্ডের বিমান। যার দাম ২৩.৮ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ২৪২ কোটি ৬১ লাখ ১৮ হাজার ৬৯৩ টাকা মাত্র।

৪. ডেভিড বেকহাম, ২১.৫ মিলিয়ন ইউরো

তালিকার চতুর্থ নামটি একজন সাবেক ফুটবলারের। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম কিনে নিয়েছেন বমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৩৫০ মডেলের বিমান। দাম ২১.৫ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ২১৯ কোটি ১৬ লাখ ৬১ হাজার ৮৪৫ টাকা।

৫. পল পগবা, ২০.৪ মিলিয়ন ইউরো

গত গ্রীষ্মের আগেও ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার ছিলেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের মধ্যে এখনো পর্যন্ত সর্বোচ্চ পারিশ্রমিকও পান তিনিই। সেই পল পগবার একটা বিলাসবহুল ব্যক্তিগত বিমান থাকবে না তা কি হয়! ২৪ বছর বয়সী ফরাসি মিডফিল্ডারও নিজের চলাফেরার জন্য কিনে নিয়েছেন আকর্ষণীয় একটা বিমানই। গলফস্ট্রিম জি ২৮০ মডেলের তার বিমানের দাম মাত্র ২০.৪ মিলিয়ন ইউরো! বাংলাদেশি মুদ্রায় ২০৭ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৩০৯ টাকা মাত্র।

৬. ওয়েইন রুনি, ১৫.৮ মিলিয়ন ইউরো

ব্যক্তিগত বিমান-বিলাসিতায় পল পগবার পরই আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েইন রুনি। বর্তমানে এভারটনের জার্সি গায়ে খেলা রুনি ব্যহার করেন ডাসাল্ট ফ্যালকন ৯০০এলএক্স মডেলের বিমান। যার দাম ১৫.৮ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় অঙ্কটা ১৬১ কোটি ৬ লাখ ১৬ হাজার ৬১১ টাকা মাত্র।

৭. নেইমার, ১২.২ মিলিয়ন ইউরো

তারকাখ্যাতিতে তিনি মেসি-রোনালদোর পরই থাকতে পারেন। তবে পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার ব্যক্তিগত বিমান-বিলাসিতায় অনেক পিছিয়ে। ফূটবলারদের মধ্যে সপ্তম সর্বোচ্চ দামী বিমান ব্যবহার করেন তিনি। পিএসজি তারকা ব্যবহার করেন এমব্রায়ের লেগাচি ৪৫০ মডেলের বিমান। দাম ১২.২ মিলিয়ন ইউরো।

বাংলাদেশি মুদ্রায় ১২৪ কোটি ৩৬ লাখ ৪০ হাজার ৬৭৫ টাকা মাত্র! দামে পিছিয়ে থাকলেও নেইমার অবশ্য বিমানটিতে চড়ে অন্য রকম একটা গর্ব করতে পারেন। চলাফেরা, ঘনঘন দেশ ব্রাজিলে উড়ে যাওয়ার জন্য তাকে এই বিমানটি কিনে দিয়েছে তার ক্লাব পিএসজি। ক্লাবের টাকায় বিমান-বিলাসিতা আর কি!

৮. গ্যারেথ বেল, ৯.৭ মিলিয়ন ইউরো

দামী বিমান ব্যবহারকারীদের তালিকার ৮ নম্বরে আছেন গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের ওয়েলস উইঙ্গার চলাফেরা করেন কেসনা সিটেশন এক্সএল প্লাস ব্র্যান্ডের বিমান। দাম ৯.৭ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ৯৮ কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ২৭৪ টাকা মাত্র।

৯. কাকা, ৬.৪ মিলিয়ন ইউরো

তালিকার ৯ নম্বর নামটি রিকার্ডো আইজ্যাকসন দস সান্তোস লেইতে কাকার। সংক্ষেপে তিনি কাকা নামেই পরিচিত। ব্রাজিলের সাবেক এই মিডফিল্ডার ব্যবহার করেন কেসনা সিটেশন সিজে৩ প্লাস মডেলের একটা বিমান। যার দাম ৬.৪ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা ৬৫ কোটি ২৪ লাখ ১ হাজার ৬৬৫ টাকা।

১০. রোনালদিনহো, ২.৯ মিলিয়ন ইউরো

তালিকার সর্বশেষ নামটিও একজন ব্রাজিলিয়ানের। তিনি দুই বারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদিনহো। কদিন আগেই আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানানো সাবেক এই বার্সেলোনার প্লে-মেকার নিজের ব্যবহারের জন্য কিনে নিয়েছেন এমব্রায়ের ফেনম ১০০ মডেলের একটা বিমান। দাম ২.৯ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় ২৯ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ৫০৪ টাকা মাত্র।

মার্কার এই তালিকা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ব্যক্তিগত বিমান বিলাসিতায় ব্রাজিলিয়ানরাই এগিয়ে। শীর্ষ দশের তিনজনই ব্রাজিলের। নেইমার, কাকা ও রোনালদিনহো। দ্বিতীয় সর্বোচ্চ দুজন ইংল্যান্ডের, বেকহাম ও রুনি।

ad

পাঠকের মতামত