194599

মুভি রিভিউ(Uru): তামিল ইন্ড্রাস্টির ভিন্নধর্মী থ্রিলার মুভি

মুভি রিভিউ:”সাইফুদ্দিন শাকিল”

মুভি: Uru (২০১৭)

গল্প ঠিক এভাবে এগিয়ে যায়, জীবান পরিচয়ে একজন লেখক। জীবানের আপন বলতে তার বউ জিনা ছাড়া আর কেউ নেই। লেখক হিসেবে জীবানে সুখ্যাতি থাকলেও ইদানীং কালের তার কিছু বই খুব ভাল একটা চলছে না বাজারে। বই প্রকাশকের দাবি, তার গল্পে ভিন্নতা আনতে হবে। নাহলে তাকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। জীবান গল্প লিখায় সম্পূর্ণ মনোনিবেশ করার জন্য তার বউ জিনার অনুমতি নিয়ে তাকে ছেড়ে একলা চলে যায় পাহাড়ি এলাকায়। লিখতে শুরু করে গল্প। অদ্ভুত ব্যাপার তার লিখা গল্প ই যেন তার সাথে ঘটছে। এমন কি অদ্ভুত ভাবে আবির্ভাব হয় এক সিরিয়াল কিলারের। তার বউ জিনা তাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই তব্দা খেয়ে যায়। সিরিয়াল কিলার একে একে মারতে থাকে জিবার আশপাশের সব মানুষ দের। জিবা ও একসময় হারিয়ে যায়। জিনা এখন কি করবে নিস্তব্ধ সে বাড়িতে??? কি ঘটছে এসব!!!!

 

থ্রিলারপ্রেমীরা দেখে নিতে পারেন, ভিন্ন প্রচেষ্টামূলক টানটান উত্তেজনাপূর্ণ মুভিটি।

মুভিটির বাংলা সাবটাইটেল লিংক:https://subscene.com/subtitles/uru/bengali/1677400

সংগৃহীত: ফেইসবুক থেকে

ad

পাঠকের মতামত