194584

১ পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ!

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। আর সেই ম্যাচে ৯১ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। আগামীকাল ২৫ জানুয়ারি নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

আর ওই গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের একাদশে আসবে ১ পরিবর্তন। আগামীকাল ৪ পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি, বাঁ-হাতি মোস্তাফিজ ও রুবেল হোসেনের সাথে দলে আসছেন আরেক পেসার আবুল হাসান রাজু।

এ প্রসঙ্গে টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমরা আগেই বলেছি, বড় ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে না। আমরা চাই দলে বড় ধরনের পরিবর্তন না ঘটিয়ে জয়ের পথে থাকতে। এ কারণে আমরা প্রতিপক্ষের গঠনশৈলি ও শক্তি-সামর্থ্যরে দিকে নজর রেখেই একাদশ সাজাচ্ছি। প্রথম পর্বের মত এবারো শ্রীলঙ্কার বিপক্ষে চার পেসার খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রথম পর্বে খেলেছিল সাইফউদ্দিন। কালকের লাইনআপে আবুল হাসান রাজুকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। ‘

তিনি আরও বলেন, ‘এবার রাজু যথেষ্ঠ পরিশ্রম করছে। নেটেও ভাল বল করছে। আগের যে কোন সময়ের চেয়ে তার মাঝে এবার নিজেকে মেলে ধরার এবং ভাল কিছু করার একটা অন্যরকম স্পৃহা দেখছি। আমার বিশ্বাস, রাজু এবার নজর কাড়বে। নিজের সামর্থ্য মেলে ধরবে। ‘

ad

পাঠকের মতামত