‘জীবনের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে’
বিনোদন ডেস্ক ।।
ব্যবসায়ী স্বামী মাহিম করিমের সঙ্গে সারিকার বিচ্ছেদ হয়েছে দুই বছর হতে চলল। ২০১৬ সালের একেবারে শেষের দিকে এই দম্পতির বিচ্ছেদ হয়। সেই থেকে এখনও বিচ্ছেদের অনলে পুড়ছেন সারিকা। সারা দিন লাইট-ক্যামেরা-অ্যাকশনের ভুবনে থাকলেও কোনো কোনো সময় একাকিত্বে কাটে তার জীবন!
এই মডেল-অভিনেত্রী নিজে থেকেই একাকিত্ব ঘোচাতে চাইছেন না বলে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে। কিংবা নতুন কোনো সম্পর্কেও তার মন টানছে না। যখনই একাকিত্ব তাকে ভর করে, তখন ফুটফুটে কন্যাসন্তানকে নিয়ে সময় কাটান তিনি। মিশে যেতে চান চেনাজানা পরিবেশে।
এ বিষয়ে সারিকা বলেন, জীবনের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। নতুন করে কোনো কথা বলে কোনো ইস্যু সৃষ্টি করতে চাই না। কাজকর্ম নিয়ে আমি ভালোই আছি। নতুন বছরেও নিজেকে মিডিয়ার কাজকর্মে ব্যস্ত রেখে এগিয়ে যেতে চাই। পুরনো কাসুন্দি ঘাঁটতে আর ভালো লাগে না।
প্রসঙ্গত, ২০১৪ সালের আগস্টে মাহিম করিমের সঙ্গে প্রেম করে হঠাৎ বিয়ে করেন। বিয়ের এক বছরের মাথায় তাদের সংসারে ফুটফুটে একটি সন্তান আসে। স্বামী-সন্তান-সংসার নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘ দুই বছর তিনি মিডিয়া থেকে দূরে ছিলেন। পরবর্তীতে মিডিয়ায় সারিকা ব্যস্ত হওয়ার সিদ্ধান্ত নেন। এরপর স্বামীর সঙ্গে তার বনিবনা না হওয়ায় ভেঙে যায় সংসার।