কোকোর কবরে কাঁদলেন, কাঁদালেন খালেদা জিয়া
আদালতে হাজিরা শেষে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরের পাশে বসে কেঁদেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অশ্রুসিক্ত চোখ দেখে কেঁদেছেন উপস্থিত নেতাকর্মীরাও।
বুধবার বাদ আসর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় কান্নায় ভেঙে পড়েন সাবেক এ প্রধানমন্ত্রী।
বিকেল ৪টা ৫৫ মিনিটে প্রিয় ছেলের কবরে গিয়ে ফাতিহা শরিফ পাঠ করে মোনাজাত করেন বেগম জিয়া। এরপর প্রায় ঘণ্টাব্যাপী কোরআন তেলাওয়াত করেন তিনি।
এ সময় বেগম জিয়ার চোখ কান্নার জলে সিক্ত হয়ে যায়। প্রিয় নেত্রীর অশ্রুসিক্ত নয়ন দেখে উপস্থিত নেতাকর্মীদের অনেকেই চোখের জল লুকিয়ে রাখতে পারেননি। পরে দ্বিতীয়বার মোনাজাত শেষে গুলশানের বাসভবন ফিরোজাতে চলে যান খালেদা জিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন- নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ফজলুল হক মিলন, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, নির্বাহী কমিটির সদস্য সাইদ সোহরাব, নাজিম উদ্দিন আলম প্রমুখ।
ছেলের মৃত্যুবার্ষিকীর দিনেও আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি প্রধান। ঢাকার আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত বিশেষ আদালতে হাজিরা শেষে বিকেলে বাসায় পৌঁছেন খালেদা জিয়া। বাসায় কিছুক্ষণ বিশ্রাম শেষে বনানীতে ছেলের কবরে দোয়া মোনাজাত করেন তিনি।