‘ওই শ্রেণিটা গাধার মতো দড়ি ছেঁড়ার অপেক্ষায় বসে থাকে’
নিউজ ডেস্ক : ভোটের রাজনীতিতে অচল যারা, তারাই ক্ষমতায় যেতে বাঁকা পথ বেছে নেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুশীলদের নিয়ে এক সংসদ সদস্যের করা প্রশ্নের উত্তরে এসব বলেন সংসদ নেতা শেখ হাসিনা। তাদের আচরণ দেখলে খুব স্বাভাবিকভাবেই গাধার কথা মনে পড়ে।
সুশীল সমাজের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের গতিধারায় দেশ এগিয়ে যাচ্ছে। সারা বিশ্ব বাংলাদেশের স্বীকৃতি দিচ্ছে। কিন্তু এ দেশের কিছু মানুষ উন্নয়নটা চোখে দেখে না। তাদের আচরণ দেখলে গাধার কথা মনে পড়ে।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার পর প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেসার সম্পূরক প্রশ্নে বলেন, কিছু সুশীল ও পণ্ডিতজন সংবাদ সম্মেলন করে বলছেন, দেশের অর্থনৈতিক কোনো অগ্রগতি দেখতে পারছেন না। উন্নয়নের ছোঁয়া দেখতে পারছেন না। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর মত জানতে চান।
এর উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির, তাদের হাজার বলেও দেখানো যাবে না। তাদের বোঝানোর কিছু নেই।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি না, এই সুশীলের অর্থটা কী, ব্যাখ্যাটা কী। কোন তত্ত্বের ভিত্তিতে তারা সুশীল। সেটাই প্রশ্ন হয়ে দেখা দেয়, যখন তারা কোনো কিছু দেখেনও না, শোনেনও না, বোঝেনও না। তারা সুশীল না অসুশীল তা আমি জানি না।’
সার্কাসের গাধার গল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সুন্দরী মেয়েকে বিয়ে করার আশায় গাধা দড়ি ছেঁড়ার অপেক্ষায় বসে থাকে। ওই শ্রেণিটা গাধার মতো দড়ি ছেঁড়ার অপেক্ষায় বসে থাকে।
শেখ হাসিনা বলেন, ‘আমি কাউকে গাধা বলছি না। তারা জ্ঞানী-গুণী, শিক্ষিত। বিদেশ থেকে উচ্চ ডিগ্রিপ্রাপ্ত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। তাদের আচরণগুলো যখন দেখি, খুব স্বাভাবিকভাবেই গাধার কথা মনে পড়ে।’
প্রধানমন্ত্রী বলেন, তাদের খুব আকাঙ্ক্ষা ক্ষমতায় যাওয়ার, কিন্তু তারা জনগণের কাছে যেতে পারেন না, ভোটের রাজনীতিতে তারা অচল। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা কিছু লোক খুঁজে নেয়। কিছু মানুষ সবসময় থাকে যারা অশুভ শক্তির কাছে নিজেদের বিক্রি করতে প্রস্তুত। রাস্তার পাশে ডাস্টবিনে যেমন লেখা থাকে ‘ইউজ মি’, তেমনি তারাও বুকের মধ্যে সাইনবোর্ড লাগিয়ে রাখে ‘ইউজ মি’, মানে আমাকে ব্যবহার করুন।
তার আগে, দারিদ্র বিমোচন, অর্থনৈতিক উন্নতি, বিদ্যুৎ ও কৃষি উৎপাদনে গত ৯ বছরে দেশের যা যা হয়েছে, তথ্য-উপাত্তে সেসব সংসদকে জানান শেখ হাসিনা।
যমুনা অনলাইন