194318

নববধূর কুমারীত্ব পরীক্ষার বিরোধিতা করায় উত্তম মধ্যম

ডেস্ক রিপোর্ট : বাসর রাতে নববধূর কুমারীত্বের পরীক্ষা নেওয়ার বিরোধিতা করায় মার খেলো এক যুবক। ভারতের পুনেতে এই ঘটনা ঘটে। হোয়াটসঅ্যাপ গ্রুপে নববধূর কুমারীত্বের পরীক্ষার বিরোধিতা ও সচেতনতা করে আসছিলো এই যুবক।

সংবাদ মাধ্যেম সূত্রে জানা যায়, পুনের ভাট নগরের পিম্পরি গ্রামে নিমন্ত্রণ পেয়ে প্রশান্ত অঙ্কুশ ইন্দ্রেকর নামে বছর পঁচিশের এক স্থানীয় যুবক বিয়েতে যান। রাত ৯টার মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। এলাকায় দীর্ঘদিনের প্রথা অনুযায়ী কনের কুমারীত্ব পরীক্ষা সংক্রান্ত আলোচনাও চলতে থাকে। ঘটনাস্থলেই ছিলেন ইন্দ্রেকর। এই প্রথা নিয়ে বিয়ে বাড়ির লোকজনের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কনের ভাই সহ ৩০-৪০ জন জড়ো হয়ে ইন্দ্রেকর ও তাঁর বন্ধুদের মারতে শুরু করে। চামড়ার বেল্ট দিয়েও পেটানো হয়।

এ ঘটনায় ইন্দ্রেকর পিম্পরি থানায় ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

ইন্দ্রেকর হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘স্টপ দ্য ভি-রিচুয়াল’ মাধ্যেমে বিয়ের প্রথম রাতে পঞ্চায়েতের নির্দেশে নববধূ কুমারী কিনা তার পরীক্ষার বিরোধিতা ও সচেতনতা তৈরি করে আসছেন।

ad

পাঠকের মতামত