194372

প্রেমের টানে মামীকে নিয়ে ভাগিনার পলায়ন, অতঃপর

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রেমের টানে মামীকে নিয়ে ভাগিনা পালিয়ে যাওয়ার ১২ দিন পর আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার বড়দারোগারহাট এলাকায়। গত রোববার রাতে পুলিশ তাদের দুইজনকে হাটহাজারী থেকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ড উপজেলার বড়দারোগারহাট এলাকার বাসিন্দা বিকাশ শীল (২৪) এর সঙ্গে তারই আপন মামার স্ত্রী (২২)’র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিকাশ শীলের মামা প্রবাসে থাকার সুবাদে এ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে গত ১০ জানুয়ারি রাতে মামী তার ৬ মাসের বাচ্চাসহ স্বামীর বাড়ি ছেড়ে ভাগিনার সঙ্গে পালিয়ে যায়। ঘটনাটি জেনে মামা প্রবাস থেকে বাড়িতে এসে সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ এরই সূত্রধরে গোপন সংবাদের ভিত্তিতে ১২ দিন পর গত রোববার রাতে চট্টগ্রাম হাটহাজারী এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃত মামী-ভাগিনা দু’জন থানায় রয়েছে বলে স্বীকার করেছেন সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার এএসআই হাসান। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, যেহেতু মহিলাটির একটি ৬ মাসের বাচ্চা রয়েছে তাই বিষয়টি উভয়পক্ষ সমঝোতার মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করছে।

ad

পাঠকের মতামত