![194375](https://www.banglaline24.com/wp-content/uploads/2018/01/kobori.jpg)
গান গাইতে গাইতে কেঁদেই ফেললেন কবরী
বিনোদন ডেস্ক।।
‘হ্যাপি বার্থ ডে টু ইউ, হ্যাপি বার্থ ডে ডিয়ার রাজ্জাক’-বক্তব্য দিতে এসে খালি গলায় প্রিয় সহকর্মীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে কেঁদেই ফেললেন কবরী। আঁচল দিয়ে মুছলেন সে ঝর্ণাধারা।
মঙ্গলবার সন্ধ্যায় এফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সে নায়ক রাজ্জাকের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী।
অনুষ্ঠানে বক্তব্য কবিগুরুর গান ‘মুক্তি আমার ধূলায় ধূলায়’র উল্লেখ করে কবরী বলেন, ‘মৃত্যু অবধারিত। একে মেনে নিয়ে এগোতে হবে। কারণ মৃত্যু না থাকলে এতো নতুনের জন্ম হতো না। তাদের জায়গা হতো না।’
এসময় রাজ্জাকের সঙ্গে মধুময় স্মৃতির কথা ব্যক্ত করেন কবরী। বলেন, রাজ্জাক ভাই কী যে শয়তান ছিলাম! কী যে দুষ্টামি করতাম! খাবার নিয়ে ঝগড়া করা। নতুন হিরো আসলে তার পিছনে লেগে থাকা। কস্টিউম নিয়ে সমস্যা করা।’
একে একে ‘ময়নামতি’, ‘আবির্ভাব’সহ আরো কিছু সিনেমার সময়কার স্মৃতি, খুঁনসুটির গল্প শোনান তিনি।
বকরী বলেন, ‘আমাদের মধ্যে অনেক ঝগড়া ছিল। কিন্তু তারপরও আমাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। যেটা আসলে কোনভাবেই সংজ্ঞায়িত করা যাবে না।’
তাদের দুজনের সম্পর্কের ব্যাখ্যায় পেইন্টিংয়ের উদাহরণ টানলেন, ‘মনিরুল ইসলাম নামে একজনের প্রদর্শনী হচ্ছিল। একটা পেইন্টিং দেখিয়ে একজন জিজ্ঞেস করেছিল ভাই, এটা কী আঁকছেন? উনি বলেছিলেন, বুইজ্জা লন। একইভাবে আমাদের দুজনের মধ্যে যে রসায়ন কাজ করতো, তার মধ্যেও হিংসা ছিলো। কিন্তু তা পজেটিভ।’