193617

‘আগে জিৎ ও দেবরা যে শোগুলোতে অংশ নিত, সেখানে আমাকে নিচ্ছে’

বিনোদন ডেস্ক : দুই বছর ধরে গ্রাম উন্নয়ন পরিষদের আয়োজনে আসামের একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন শাকিব খান। এবছর তিনি মুর্শিদাবাদ, চব্বিশ পরগণা ও হিজলগঞ্জে বেশকিছু শো করেছেন। জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা বুবলী। আগামীকাল তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

শাকিব খান বলেন, ‘স্টেজ শোগুলোয় পারফর্ম করতে আমি বেশ এনজয় করছি। তবে এখানের শোগুলো অনেক বড় আয়োজনের হয়ে থাকে। এখানকার দর্শক আমাকে এত বেশি চেনে বা পছন্দ করে, তা আমি আগে বুঝতে পারিনি। তার মানে, শুধু আমাদের দেশের মানুষই ভারতের ছবি দেখে, এটা ঠিক নয়। বাংলাদেশের ছবিও ভারতে দর্শক দেখছেন।’

এ ধরনের অনুষ্ঠানে আমাদের দেশের কী লাভ, এই প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, ‘সবচেয়ে বড় বিষয় এর আগে জিৎ ও দেবরা যে শোগুলোতে অংশ নিত, সেখানে আমাকে নিচ্ছে। এমনভাবে যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমি বিশ্বাস করি আগামী দিনে সিনেমা হলেও তাদের পাশে নিজের অবস্থান শক্ত হবে। আমি বাংলা ভাষাভাষি সবখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই।’

অন্যরা যা পড়ছেন….

একদিন পরই অস্ট্রেলিয়ায়
অনেকদিন ধরেই শুটিংয়ের ব্যস্ততার কারণে দেশের বাইরে অবস্থান করছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। এমনকি ঢাকায় সবশেষ অপু বিশ্বাসকে তার তালাকের নোটিস পাঠানোর পরিপ্রেক্ষিতে গত সোমবার সকাল ১০টায় ডিএনসিসি (অঞ্চল-৩) মহাখালী কার্যালয়ে ডাকা সালিস বৈঠকেও উপস্থিত হতে পারেননি এই তারকা। সে সময় তিনি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে উত্তম আকাশের ‘আমি নেতা হব’ ও ‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ নামে দুটি ছবির গানের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। পরিচালক উত্তম আকাশ থাইল্যান্ড থেকে ফেরার পর গতকাল বলেন, শাকিব খান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। আর আজ ঢাকায় ফেরার কথা রয়েছে তার। ঢাকায় ফিরে একদিন পরই নতুন ছবির কাজে অস্ট্রেলিয়া রওনা দেবে বলে জানি।

এরইমধ্যে অস্ট্রেলিয়ার ভিসাও হয়েছে বলে আমি জেনেছি। এদিকে একটি অনলাইন সংবাদমাধ্যমের খবরে প্রকাশ শাকিব খান গত বুধবার দেশের বাইরে থেকে ঢাকায় ফিরেছেন। তবে বুধবার শাকিব খান তার অভিনীত ‘শুটার’ ছবির প্রযোজক ইকবাল হোসেন জয়ের সঙ্গে ব্যাংককে ছিলেন বলে জানা গেছে। সেখান থেকে মুঠোফোনে ইকবাল এ প্রসঙ্গে গতকাল জানান, শাকিব খান বুধবার ব্যাংককে আমার সঙ্গে রাতে ডিনার করেছেন। কিভাবে তখন তিনি ঢাকায় থাকেন? তিনি শাকিব খানের সঙ্গে ডিনার করা একটি ছবিও সেই তারিখে ফেসবুকে পোস্ট করেন। তার তথ্যমতে, শাকিব খান বুধবারের পর কলকাতায় অবস্থান করছেন। সেখানে একটি শোতে অংশ নেবেন শাকিব খান। এরপর শনিবার অর্থাৎ আজ ঢাকায় ফিরবেন।

এদিকে শাকিব খানের ব্যবহৃত মুুঠোফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইবারে যোগাযোগ করা হলে তিনি দুদিন আগে জানিয়েছেন যে, শনিবার ঢাকায় ফিরবেন। এরপরই নতুন ছবির কাজে অস্ট্রেলিয়া রওনা করবেন। প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিটের প্রযোজনায় নতুন এ ছবিটি পরিচালনা করবেন আশিকুর রহমান। আর নতুন এ ছবির নাম ‘সুপার হিরো’। এ ছবিতে শাকিবের বিপরীতে শবনম বুবলী অভিনয় করবেন। এদিকে আসছে ১৬ই ফেব্রুয়ারি তার অভিনীত ও উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হব’ ছবিটি বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। নতুন এ বছরে ভালোবাসা দিবস উপলক্ষে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বানানো ‘আমি নেতা হব’ ছবির মাধ্যমে নতুন লুকে পর্দায় আসছেন শাকিব খান। উৎস: মানবজমিন।

ad

পাঠকের মতামত