193431

শাকিব-বুবলী মাতালেন পশ্চিমবঙ্গ

বিনোদন ডেস্ক।।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আয়োজিত অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন শাকিব খান ও বুবলী। গতকাল বৃহস্পতিবার ‘মিউজিক্যাল নাইট’ শিরোনামের সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে উল্লেখ্যযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতির কথা জানা গেলেও তাদের বাইরে উল্লেখ করার মতো কোনও অতিথি ছিল না।

মুর্শিদাবাদের পাট চুকিয়ে শুক্রবারই তারা রওনা করেন উত্তর চব্বিশ পরগণায়। সেখানেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে আলোচিত এ জুটির।

জেলার হিঙ্গলগঞ্জের ভেটকিয়ায় প্রতিবছরই ঘোড়দৌড় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার সে অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে শাকিব-বুবলী।

তারা ছাড়াও টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তেরও উপস্থিত থাকার কথা আছে।

বাংলাদেশের মফস্বল কিংবা গ্রাম পর্যায়ে এ ধরনের কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানে শাকিব খানকে দেখা না গেলেও মাঝে মধ্যেই তাকে কলকাতা, আসামের সাংস্কৃতিক আয়োজনে হাজির হতে দেখা যায়।

ad

পাঠকের মতামত