190882

কপাল পুড়ল ব্যাংকে চাকরিজীবিদের

ব্যাংকে চাকরিজীবীদের বিয়ে না করে ধার্মিক পরিবার খোঁজার আহ্বান জানিয়ে ফতোয়া দিয়েছে ভারতের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ।

সম্প্রতি এক ফতোয়ায় বলা হয়েছে, ব্যাংকের আয়ের উৎস হল সুদ। যা ইসলামের দৃষ্টিতে হারাম। তাই যে সব পরিবারের উপার্জন ‘হারাম’ তাদের কাউকে বিয়ে না করে ধার্মিক পরিবার খোঁজা উচিত।

দ্য হিন্দুর খবরে বলা হয়, সম্প্রতি ভারতের এক ব্যক্তি তার মেয়েকে এক ব্যাংকারের ছেলের সাথে বিয়ে দেয়ার আগে দেওবন্দ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ইসলামের বিধান জানতে চান।

এর উত্তরে উল্লেখিত ফতোয়ায় দেওবন্দ আরও জানিয়েছে, ‘এই ধরনের পরিবার এড়িয়ে চলা উচিত। কারণ, যারা হারামের অর্থে প্রতিপালিত হন, তারা ভালো হন না।

ad

পাঠকের মতামত