190731

স্ত্রীর নামে আইডি খুলে স্বামীর অপকর্ম; অভিযোগ করে বিচার চাইলেন স্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রীর নামে আইডি খুলে স্বামী অপকর্ম ও অশ্লীলতা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাভারের বাজার রোডে বসবাসকারী পারভেজুল ইসলামের স্ত্রী রানু সুলতানা(২৯)। রবিবার(৭ জানুয়ারি) এক সাক্ষাতকারে এ অভিযোগ করেন তিনি।

রানু বলেন, তার স্বামী পারভেজ নিজের ফোন নাম্বার (০১৬৩৯৩০৯০০৭) দ্বারা রানু আক্তার(Ranu Akter) নামে আইডি খুলেছেন এবং সেটি দ্বারা তার বন্ধুদের রিকোয়েস্ট পাঠাচ্ছেন। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করলে তার অশ্লীল ছবি পাঠাচ্ছেন।

এতে করে তার মানহানি হচ্ছে এবং সমাজের চোখে তাকে হেয় করা হচ্ছে বলেও জানান রানু। রানু সুলতানা আরো বলেন, ০১৬৩৯৩০৯০০০৭ এই নাম্বারটি আমার স্বামী পারভেজ ব্যবহার করছেন। এই নাম্বারটি দ্বারাই আমার নামে ফেক আইডি খোলা হয়েছে। সুতরাং এটি স্পষ্টত প্রমাণিত হয় যে, আমার স্বামীই আমার নামে ফেক আইডি খুলে অপপ্রচার চালাচ্ছেন। রানু দেশের প্রধানমন্ত্রী ও প্রশাসনের কাছে বিচার চেয়ে বলেন, আমার স্বামী আমার নামে ফেক আইডি খুলে অন্যায় করেছে। আমি তার অন্যায়ের বিচার চাই। দেশে প্রচলিত আইনে আমার স্বামী পারভেজুল ইসলামের বিচার করা হোক।

সূত্র: রাইজিং নিউজ

ad

পাঠকের মতামত