আইয়ুব বাচ্চুর দুই গান কেকা ফেরদৌসীর জন্য
টেলিভিশনে রান্নার পঁচিশ বছর উদযাপন করছেন বিশিষ্ট রন্ধনশিল্পী কেকা ফেরদৌসী। ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে বিভিন্ন আয়োজন। রবিবার বিকাল থেকে চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হয়েছে কেকা ফেরদৌসীর ফুড কার্নিভাল। প্রাণ গুড়া মশলার সৌজন্যে ভিশন ইন্ডাকশন কুকারের সহযোগিতায় চ্যানেল আই ফুড কার্নিভালের বিউটি পার্টনার সোনালী এইচডি মেকাপ এন্ড সেলুন। আর এই অনুষ্ঠানে কেকা ফেরদৌসীর জন্য দুটি গান গাইলেন আইয়ুব বাচ্চু।
চ্যানেল আইয়ের নিয়মিত একটি অনুষ্ঠানে বিকালে লাইভ দলসহ গাইতে এসেছিলেন দেশের জনপ্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু। এলআরবির প্রত্যেক সদস্যই ছিলেন তার সঙ্গে। সন্ধ্যার ঠিক আগে টিভি অনুষ্ঠানটি শেষ করে তিনি বের হয়ে যাচ্ছিলেন, ঠিক এমন সময় চ্যানেল আই প্রাঙ্গণে দেখা কেকা ফেরদৌসীর সঙ্গে। আর তখনই ফুড কার্নিভালের মঞ্চে আইয়ুব বাচ্চুকে একটি গান গাইতে অনুরোধ করলেন। এমন অনুরোধ কি আর উপেক্ষা করা যায়!
যদিও এখান থেকে বের হয়ে কলকাতার ফ্লাইট ধরবেন আইয়ুব বাচ্চু। যোধপুরে ‘বাংলাদেশ দিবস’-এ ৮ জানুয়ারি গাইবে এলআরবি। এবারের উৎসবে সবচেয়ে প্রধান ও বড় আকর্ষণ হিসেবে আছেন আইয়ুব বাচ্চু। ফলে রবিবার রাতেই কলকাতায় উড়াল দিচ্ছেন তিনি।
কেকা ফেরদৌসীর কথায় মঞ্চে উঠলেন আইয়ুব বাচ্চু। তবে দলসহ নয়। একাই মাইক্রোফোন হাতে নিয়ে তিনি বলতে থাকলেন কেকা ফেরদৌসীকে নিয়ে মায়ের মতোন সম্মান করেন। তার মনোহর ইফতারি নামের জনপ্রিয় অনুষ্ঠানেও একবার অতিথি হয়ে গিয়েছিলেন সে স্মৃতিও আওড়ান। এরপর গাইতে শুরু করেন ‘ওই দূর আকাশের তারারে, বলে দে না কোনটা আমার মা’। উপস্থিত দর্শকদের জন্য এটা ছিলো বিরাট চমক!
কিন্তু একটা গাওয়ার পরই আসতে থাকে অনুরোধ। দর্শক সারি থেকে অনেকেই অনেক গানের নাম বলেন। কিন্তু তার হাতে সময় কম। এখান থেকে বের হয়ে গোছগাছ করে যেতে হবে বিমানবন্দর। রাতেই উড়াল দিবেন। তবু সবার অনুরোধে গেয়ে ওঠলেন ‘আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে’! উৎস : চ্যানেল আই অনলাইন