সালমানকে বিয়ে ছাড়াই বাবা হওয়ার পরামর্শ রানীর
বিনোদন ডেস্ক : ‘তোমার বিয়ে করার দরকার নেই। তুমি বিয়ে ছাড়াই বাবা হও। তোমার সন্তান তোমার মতোই সুন্দর হবে। আর আমার মেয়ে আদিরাও একজন সঙ্গী পাবে।’
বলিউড অভিনেতা সালমান খানকে এভাবেই বললেন বলিউড কন্যা রানী মুখার্জি। সালমান খানের সঞ্চালিত ‘বিগ বস ১১’ এর অনুষ্ঠানেও সম্প্রতি অতিথি হয়ে এসেছিলেন রানী। সেখানে রানীর নতুন সিনেমা ‘হিচকি’ নিয়ে বিভিন্ন কথাবার্তার একফাঁকে বন্ধু সালমানের বিয়ে নিয়ে নানানরকম রসালো মন্তব্য করেন রানী।
সূত্র : এনডিটিভি