190236

এত হট এবং অশ্লীল উত্তেজনায় আগে কখনও দেখা যায়নি কারিশমাকে!

হরর সব মিলিয়ে একতা কাপুরের ওয়েব সিরিজ রাগিনী এমএমএস রিটার্নস একেবারে রঙিন কাহিনী। এর আগের এপিসোড গুলিতে ঝড় তুলেছিলেন রিয়া সেন, করিশমা শর্মা। হটনেসের পারদ চড়েছিল বেশ খানিকটা। তবে এবার দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে মুক্তি পেল ওই ওয়েব সিরিজের ফিনালে টিজার। আর সেই টিজার দেখলে অস্বীকার করতে পারবেন না যে কারিশমা শর্মাকে এত হট আগে কখনও দেখা যায়নি।

ওয়েব সিরিজে রয়েছে ৬টি অংশ। এম এম এস রিটার্নস ফিনালের ট্রেলার। কয়েক সেকেন্ডের ট্রেলারে তেমন কোনও শব্দ শোনা না গেলেও, ওয়েব সিরিজের এই অংশ যে আগুন ঝরাতে শুরু করেছে, ট্রেলার দেখলেই তা বেশ অনুভব করা যাচ্ছে।

ট্রেলারে একেবারে মিশে গিয়েছে ভয় আর শারীরিক সম্পর্ক। ট্রেলারে অভিনেত্রী সাক্ষী প্রধানকে ফের নতুন রূপে দেখতে পাবেন দর্শকরা। সাক্ষীকে এই ট্রেলারে যেমন আকর্ষনীয় লাগছে, তেমনি তাঁর আবেদন দর্শকদের মোহিত করেছে। কেন ঘোষ-এর পরিচালনায় রাগিনী এম এম এস রিটার্নস ‘হরেক্স’-কে এক নতুন মাত্রা যোগ করল বলে মনে করা হচ্ছে।

রাগিনী এম এম এস রিটার্নসে ‘বোল্ড’ অবতারের সাক্ষী প্রধানের পাশাপাশি অন্যান্য চরিত্রে রয়েছেন কারিশমা শর্মা, সিদ্ধার্থ গুপ্তা, রিয়া সেন, নিশান্ত মালকানি এবং রকসন্দা খান।

ad

পাঠকের মতামত