সৌদি আরব-আমিরাতে আয়েশি জীবনযাপনে ‘বাধা’
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ খাতই এতদিন সরকারের ভুর্তুকীর মাধ্যমে চলেছে। করও খুব একটা দিতে হতো না। কিন্তু সে ব্যবস্থা আর থাকছে না। জানুয়ারির শুরু থেকে ৫ শতাংশ কর (ভ্যাট) বেড়েছে মধ্যপ্রাচ্যের এই দুই দেশে।
২০১৪ সালের পর থেকে তেলের দাম বিশ্ববাজারে কমছে। তাই তেল নির্ভরদেশগুলো পড়েছে বিপাকে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তার ব্যতিক্রম নয়। এজন্য তেল রফতানির বাইরে ব্যবসা বাণিজ্যের খাত সম্প্রসারণ এবং বাজেট ঘাটতি পুষিতে নিতে ১ জানুয়ারি থেকে ভ্যাট বাড়ানোর ওই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সমর্থন আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলেরও (আইএমএফ)।
ফলে এই দুই দেশে কর না দিয়ে দশকের পর দশক আয়েশি জীবনযাপন ও ব্যবসা চালানো এখন থেকে আর সহজ হচ্ছে না। বেশিরভাগ পণ্য ও সেবাতেই ভ্যাট আরোপ করা হয়েছে। তবে স্বাস্থ্য, শিক্ষা ও জনপরিবহণসহ কিছু ক্ষেত্রে ভ্যাট আরোপ করা হয়নি। এ ভ্যাটের বাইরে থাকছে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় বিমান সংস্থাও। সূত্র : ফোর্বস ও ফিন্যান্সিয়াল টাইমস