189984

শ্রীমঙ্গলে হেলিকপ্টার বিধ্বস্ত

শ্রীমঙ্গলে অবতরণ করার সময় বাংলাদেশ এয়ারফোর্সের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিজিবি শ্রীমঙ্গল সদর দফতরে সকাল ১০টা ২২ মিনিটের দিকে প্রচণ্ড কুয়াশার মধ্যে অবতরণ করতে গিয়ে সদর দফতরের ট্রেনিং শেডে ডানা লেগে বিধ্বস্ত হয়। এতে ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ফরহাদসহ চারনজন আহত হন। তাদের মধ্যে দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, হেলিকপ্টারে দুইজন উচ্চ পর্যায়ের বিদেশি কর্মকর্তা, এয়ারফোর্সের সার্জেন্ট ওমর, জাহিদ ও রেজা এবং কর্পোরাল সাস্তবসহ মোট ১৫ জন ছিলেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশশেরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে গত ২৭ ডিসেম্বর কক্সবাজারের মহেশখালীতে বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ইয়াক-১৩০ মডেলের ওই দুটি বিমান বিধ্বস্ত হলে বিমানে থাকা চার পাইলট গুরুত্বর আহত হন।

ad

পাঠকের মতামত