দাবি আদায়ে মৃত্যুর পথে শিক্ষকরা
ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা অসুস্থ হয়ে মৃত্যুর পথে। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্বর অসুস্থ হয়ে ৩৫ জন চিকিৎসা নিচ্ছে এবং প্রেসক্লাবের সামনে আরো ২৩ জনকে খাবার স্যালাইন লাগানো হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) সরেজমিনে ঘুরে ও তাদের সাথে আলাপ করে জানা যায়, স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিওভুক্তি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে টানা অষ্টম দিনের মতো তাদের আমরণ অনশন বহাল রেখেছে শিক্ষকরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে দিবারাত্রি ‘আমরণ অনশন’ করে যাচ্ছে তারা। মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনকারীদের দেখতে আসেন। দেখতে এসেও তাদের দাবী পূরণের তেমন কোনো কথা বলেননি। ‘আমরণ অনশন’ পালনকারী শিক্ষকরা শারীরিক ও মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছে। ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার এরই মধ্যে গুরুত্বর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম বলেন, আমাদের কিছু হলে, সরকারকেই দায়ভার নিতে হবে। আমরা তো এদেশেরই মানুষ। আমরাই ভোট দিয়ে সরকার বানিয়েছি। আমাদের প্রাপ্যতা দিতে হবে। তা না দিলে এখানে না খেয়ে মরে যাব। আমরা গত ৮দিন ধরে আন্দোলনটি চালিয়ে যাচ্ছি জাতীয় প্রেসক্লাবের সামনে। আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের মধ্যে ২৩ জন গুরুত্বর অসুস্থ। তাদেরকে স্যালাইন লাগানো হয়েছে।
আন্দোলনকারী শিক্ষক রাশেদ বলেন, বিনা বেতনে চাকরি করেছি। সরকার চাইলে আমাদের অধিকার দিতে পারে। আমাদের আকুল আবেদন, সরকার যেন দাবি মেনে নেয়। আর যেন কাউকে অনশন পালন করে হাসপাতোলে না যেতে হয়।
সূত্র: বিডি২৪লাইভ