189700

মায়ের দেয়া পুরনো চিঠি নববর্ষে প্রকাশ করলেন সোহেল তাজ

স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ ও সৈয়দা জোহরা তাজউদ্দিনের পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। ১৯৭৫ সালের ৩ নভেম্বর সোহেল তাজ তাঁর পিতাকে হারিয়েছেন। পিতার মুত্যুর পর মা সৈয়দা জোহরা তাজউদ্দিন তাদের সংসারের হাল ধরেন। সন্তানদের নিয়ে জোহরা তাজউদ্দিনের জীবনযুদ্ধ, সংগ্রামের খণ্ডচিত্র পাওয়া গেল একটি পুরনো চিঠিতে।

নববর্ষ উপলক্ষে সৈয়দা জোহরা তাজউদ্দিন সোহেল তাজকে চিঠিটি লিখেছিলেন। বহু বছর আগে লেখা মায়ের চিঠিটি সোহেল তাজ রবিবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পাতায় প্রকাশ করেছেন। সোহেল তাজ লেখেন, ‘শুভ নববর্ষ ২০১৮! আমার আম্মা বহু বছর আগে এই চিঠি নববর্ষ উপলক্ষে আমাকে লেখেন।’

সোহেল তাজকে পাঠানো সৈয়দা জোহরা তাজউদ্দিনের চিঠিটি তুলে ধরা হল:

‘প্রিয় সোহেল,

নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা নিও। আবার একটি নুতন বৎসর আমরা উপহার পেলাম। বাবা সোহেল, এই বৎসর তোমার জন্য বয়ে আনুক অনেক সাফল্য, জীবনের দরজা তোমার প্রতিষ্ঠিত হবার পথকে উন্মুক্ত করুক। সময়কে অনেক সাবধানে অনেক মূল্য দিয়ে ব্যবহার করবে।’

বাবার অসম্পূর্ণ কাজ শেষ করার তাগিদ দিয়ে ছেলেকে তিনি লেখেন, ‘বাবার অনেক আরাধ্য কাজ পড়ে আছে। নিজেকে যোগ্য করে তৈরি হতে হবে। আমি তুমি আমরা সবাই কাজের মধ্যে বেঁচে থাকব, এই আশার বাণী এবং শুভেচ্ছা ভালোবাসা জানালাম।’

‘নতুন বৎসরে তোমার টেলিফোন ও চিঠি, ফ্যাক্সে আমার সাথে কথা বলবে। আবার একটি নতুন বৎসর আমরা উপহার পেলাম। এই উপহারের দাম অমূল্য। এই অমূল্য জিনিসকে যত্ন নিও। সদ্ব্যবহারের মধ্যে যত আনন্দ পাওয়া যায়, পৃথিবীর কোনো কিছুতে এত আনন্দ নেই। একে গ্রহণ কর। প্রাণ ঢেলে সাজিয়ে নাও, তুমি পারবে। দৃঢ় মনোবল তোমাকে সেই শক্তি যোগাবে।’

উল্লেখ্য, ২০১৩ সালের ২০ ডিসেম্বর জোহরা তাজউদ্দিন মারা যান। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের সহধর্মিনী জোহরা তাজউদ্দিন আমৃত্যু আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ১৯৭৮-৮১ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়ে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করেছিলেন তিনি।

সূত্র: ইত্তেফাক

ad

পাঠকের মতামত