‘এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না’
‘এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না’- এমন ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রীর আশ্বাস প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষকরা।
তারা বলেন, এমপিওভুক্তির দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
শিক্ষকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চলতি অর্থবছর থেকে এমপিওভুক্ত না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষকদের অনশন ভাঙতে আসেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এ সময় তিনি এমপিওভুক্তির দাবি বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে জানিয়ে আন্দোলনরত শিক্ষকদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেন।
কিন্তু শিক্ষামন্ত্রীর দেয়া আশ্বাস প্রত্যাখ্যান করেন শিক্ষকরা। কবে নাগাদ তাদের দাবি বাস্তবায়ন হবে তার একটি সুস্পষ্ট ঘোষণা চান শিক্ষকরা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
শিক্ষামন্ত্রীর বক্তব্যের সময় আন্দোলনরত শিক্ষকরা বলতে থাকেন, ‘এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না’।
এর পর শিক্ষক নেতারা জানান, এমপিওভুক্তির দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে। আশ্বাসে আর বিভ্রান্ত হবে না শিক্ষকরা।
এমপিওভুক্তির দাবিতে দেড় বছরেরও বেশি সময় ধরে আন্দোলন করে আসছেন নন-এমপিও শিক্ষকরা।
আমরণ অনশন ও অবস্থান ধর্মঘটের পাশাপাশি প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি দিয়েছেন তারা। তবুও ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তি অথবা বাড়তি ভাতার ব্যবস্থা করতে কোনো বরাদ্দ রাখা হয়নি।
এ কারণে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়েছেন নন-এমপিও শিক্ষকরা। তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তু তা প্রত্যাখ্যান করে ৩১ ডিসেম্বর থেকে আমরণ অনশন করছেন তারা।