189662

বছরের প্রথম দিনেই চমকপ্রদ এক খবর, বড় পর্দায় আসছেন তাহসান

বছরের প্রথম দিনেই চমকপ্রদ এক খবর জানা গেল। গীতিকার, সুরকার, গায়ক ও অভিনেতা পরিচিতি ছাপিয়ে নতুন পরিচয়ে আসছেন তাহসান খান। তার নামের আগে যোগ হতে যাচ্ছে ‘চিত্রনায়ক’ তকমা। পরিষ্কার করে বলতে গেলে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় এই শিল্পী ও অভিনেতা। তার অভিনীত ছবির নাম ‘যদি একদিন’।

খবরটি নিশ্চিত করেছেন তাহসান। তিনি বলেন, ছবিতে আমার চরিত্রের নাম ফয়সাল। আসলে আগেও অনেক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু গতানুগতিক নায়ক হিসেবে বড় পর্দায় আসতে চাইনি। নতুন কিছু খুঁজছিলাম। রাজের ছবির গল্পে সেই নতুনত্ব পেয়েছি। চরিত্রটা কেমন বলবো না। তবে দর্শক আমাকে নতুনভাবে পাবেন, এটুকু নিশ্চয়তা দিতে পারি।’

তাহসান আরো বলেন, রাজের নির্দেশনায় একটি নাটকে কাজ করেছি। এবার তার ছবিতে কাজ করতে যাচ্ছি। নতুন একটা অভিজ্ঞতা হবে।’

রাজের ছবিতে তাহসাননির্মাতা রাজ আগেই জানিয়েছিলেন তার নির্মিত পঞ্চম ছবি ‘যদি একদিন’র শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে চমক রেখেছেন। নতুন বছরের প্রথম দিনেই চমকটি খোলাসা করলেন। নির্মাতা রাজ চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘যদি একদিন’ ছবিতে তাহসান ভাইকে ৫ নভেম্বর চুক্তি করিয়েছি। আগামী ৬ জানুয়ারি থেকে ছবির শুটিং হবে। ইচ্ছে আছে ফেব্রুয়ারির মধ্যে শুটিং শেষ করবো।

নায়িকা হিসেবে তাহসানের বিপরীতে কে অভিনয় করবেন? এমন প্রশ্নে রাজ বললেন, আগামী সপ্তাহে জানানো হবে তাহসান ভাইয়ের বিপরীতে কে অভিনয় করবেন। গল্পটা কী তাহলে ত্রিভুজ প্রেমের? রাজের কথা, ‘মোটেও না। গল্পটা পরিবারকেন্দ্রিক। এর বেশি কিছু আপাতত বলবো না।’

তাহসান ছাড়াও ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করবেন তাসকিন রহমান, সাবেরি আলম প্রমুখ। ছবিটি এককভাবে প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এরই মধ্যে ‘যদি একদিন’ ছবির গানগুলো তৈরি হয়েছে। এই ছবির গান করছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি, নাভেদ পারভেজ ও ব্যান্ডদল চিরকুট। নির্মাতা রাজের গল্পে এই ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখছেন রাজ ও আসাদ জামান।

ad

পাঠকের মতামত