189671

আপনার কি মাথা গরম হয়ে আছে? তাইলে দেখুন এই গরম ড্যান্স টি (ভিডিও)

অন্যরা যা পড়ছে
অতপর বছরের শুরুতেই আলোচনায় সিমলার বিয়ের খবর
বছর শেষে প্রাপ্তি-অপ্রাপ্তির পাশাপাশি তারকাদের বিয়ে এবং বিয়ে বিচ্ছেদ নিয়ে মিডিয়াকর্মীরা বিশেষ বিশেষ প্রতিবেদন করলেও সেখানে নাম ছিল না চিত্রনায়িকা সিমলার। কিন্তু বছরের প্রথম দিনেই জানা গেল, মিডিয়ার চোখে ধুলো দিয়ে গত অক্টোবর মাসেই বিয়ে করেছেন সিমলা।

বিশেষ এক সূত্রের বরাতে জানা গেছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে লন্ডন প্রবাসী ব্যবসায়ী মাহি বি জাহানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সিমলা।

সূত্রটি আরও জানায়, সিমলার স্বামী মাহির বাড়ি নারায়ণগঞ্জে। ভালবেসেই বিয়ে করেন তারা। তবে সিমলার চেয়ে মাহির বয়স তুলনামূলক অনেক বেশি।

বিয়ের খবরের নিশ্চয়তা এবং সিমলার অবস্থান জানতে অনেকবার সিমলার দু’টো মুঠোফোনে যোগাযোগ করলে কোনো সাঁড়া পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিয়ের পর আগের সবগুলো মোবাইল নম্বর বন্ধ করে নতুন নম্বর ব্যবহার করছেন।

তবে সূত্র জানায়, বিয়ে করে চলচ্চিত্রকে গুডবাই জানিয়ে স্বামীর সঙ্গে স্থায়ীভাবে লন্ডনে বসবাস করবেন সিমলা।

ad

পাঠকের মতামত