189354

সাপের পা দেখেছেন কখনো ? দেখুন বিরল (ভিডিও)

সাপের পাঁচ পা দেখা, নিছকই কথার কথা। সাপের আবার পা হয় নাকি! এমনটাই তো জানি আমরা।

কিন্তু তেলেঙ্গানায় এমন এক সাপ দেখা গিয়েছে, যার পাঁচটা না হোক, দুই খানা পা তো আছেই! শুনতে যতই আজগুবি বলে মনে হোক, ব্যাপারটা যে কত সত্যি তা হাড়ে হাড়ে টের পেয়েছেন রামাইয়া নামে তেলেঙ্গানার রামপুরম গ্রামের এক চাষি। এই অদ্ভুত সাপ যে এসে আশ্রয় নিয়েছিল তাঁরই ঘরে! একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, বিরল প্রজাতির এই গোখরা সাপটি ৬ ফুট লম্বা। তার শরীরে মাঝখানে রয়েছে দুটি ছোট্ট পা। সেই পায়ে রয়েছে নখও! দুই পা মিলিয়ে সাকুল্যে আটটি নখ। এমন বিচিত্র দর্শন সাপের সাক্ষাৎ পেয়ে রামাইয়া ও তাঁর পরিবারের বাকিরা মুহূর্তে ঘর থেকে বেরিয়ে আসেন ভয় পেয়ে।

পরে তাঁরা খবর দেন সন্তোষ প্রাণধারা নামের এক সর্প বিশারদকে। সারা জীবনে দুই হাজারের বেশি সাপ ধরার অভিজ্ঞতাসম্পন্ন সন্তোষও সাপটিকে দেখে হাঁ হয়ে যান। তিনি বন বিভাগের কাছে সাপটি পাঠিয়ে দেন। এই মুহূর্তে সাপটি সেখানেই রয়েছে।

সাপের পা প্রায় ১০ কোটি বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। আচমকাই দু-পেয়ে এই সাপের খবরে তাই চমকে উঠেছেন জীববিজ্ঞানীরা। সাপটিকে নিয়ে গবেষণা করে নতুন কোনো তথ্য উঠে আসে কি না সেটাই এখন দেখার।

ভিডিওটি-

ad

পাঠকের মতামত