189479

সৌদি আরব গাড়ি চালক নেবে ১ লাখ : প্রশিক্ষণের উদ্যোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের !!

জনশক্তি রপ্তানির লক্ষ্যে আগামী সপ্তাহ থেকে গাড়ি চালকদের প্রশিক্ষণ দেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সৌদি আরব থেকে এক লাখ গাড়ি চালকের চাহিদা পাওয়ার পর এ উদ্যোগ নিলো মন্ত্রণালয়। তবে এতো চালক বিদেশে গেলে দেশের পরিবহন খাত সংকটে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশি জনশক্তির সবচেয়ে বড় বাজার সৌদি আরব।সম্প্রতি দেশটি এক লাখ দক্ষ চালকের চাহিদাপত্র দিয়েছে। এর ভিত্তিতেই চালকদের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দক্ষতার ভিত্তিতে তাদের বাছাই করা হবে।তবে জনশক্তি রপ্তানীকারকরা বলছেন, গাড়ি চালকদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ভাল নয়।

বিআরটিএর তথ্য মতে, দেশেই অন্তত দশ লাখ চালকের চাহিদা রয়েছে। এ অবস্থায় দক্ষ চালকদের বিদেশে পাঠানো হলে দেশে আরো ঘাটতি দেখা দেবে। যার প্রভাব পড়বে পরিবহন খাতসহ সার্বিক অর্থনীতিতে।
দেশেই দক্ষ চালকদের সুযোগ সুবিধা বাড়ানো উচিত বলেও মনে করছেন বিশ্লেষকরা।

ad

পাঠকের মতামত