বিদায়ের কয়েক ঘণ্টা আগে ‘একনজরে-২০১৭’
আজই শেষ হচ্ছে ২০১৭ সাল। কালের গহ্বরে হারিয়ে গেল ঘটনাবহুল আরেকটি বছর। বিদায়ী বছরে নানা ঘটনার সাক্ষী হয়ে আছে দেশ। ২০১৭ সালে দেশের সবচেয়ে বড় এবং আলোচিত ঘটনা ছিল রোহিঙ্গা ইস্যু। এছাড়াও আলোচিত বিষয়ের মধ্যে ছিল প্রধান বিচারপতি, পদ্মা সেতুর অগ্রগতি, চিকুনগুনিয়া থেকে রোবট সোফিয়া। বনানী ধর্ষণ, ক্ষমতাসীন দলের এমপি লিটন হত্যা, ভুলে ভরা পাঠ্যবই নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ছিল বছরজুড়ে। ব্লু হোয়েল গুজব নিয়ে কানাঘুষা, নিখোঁজের পর গুমের আশঙ্কা জাগিয়ে কয়েকজনের ফিরে আসা।
ছিল নায়করাজ রাজ্জাক, হাসিমুখের আন্তরিক মেয়র আনিসুলের মতো নক্ষত্রদের চিরবিদায়ের শোক। বিনোদনের আলোচিত বিষয় শাকিব-অপুর বিয়ে ও সন্তানের জনসম্মুখে আসার মতো ঘটনা। এছাড়া সিদ্দিকুর রহমান নামে এক শিক্ষার্থীর চোখে আইনশৃঙ্খলা বাহিনীর টিয়ারশেল নিক্ষেপ আর কোমলমতি শিশুদের দিয়ে ‘মানবব্রিজ’ তৈরি করে পিঠের ওপর দিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের হেঁটে যাওয়া অমানবিকতার উদাহরণ হিসেবে আলোচিত হয়েছে। দেশের অর্জনের মুকুটে কয়েকটি উজ্জ্বল পালকও যুক্ত হয়েছে ২০১৭ সালে। বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ইউনেস্কোর স্বীকৃতি এবং বিজয়ের মাসে লাল-সবুজ জার্সিতে সাফ অনূর্র্ধ্ব-১৫ জিতে ফুটবলে আশা জাগানো কিশোরীদের হাসি। গুরুত্ব বিবেচনায় ফিরে দেখা যাক ২০১৭ সালের বাংলাদেশের দিকে।
রোহিঙ্গাদের ঢল : সবচেয়ে বেশি আলোচিত ছিল মিয়ানমার সরকারের গণহত্যার শিকার রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়। সরকার প্রথমে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলেও পরে সীমান্ত খুলে দেয়া হয়। প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন। এর আগে থেকেই কয়েক লাখ রোহিঙ্গার ভরণপোষণ করে আসছে বাংলাদেশ। বছর শেষে সব মিলিয়ে এই সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে জাতিসংঘ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দেয়ায় মাদার অব হিউমিনিটি উপাধি পান। রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর পর বিশ্ববাসীর প্রশংসা পায় বাংলাদেশ।
সুরেন্দ্র কুমার সিনহা : ১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর থেকেই এ নিয়ে সরকার ও ক্ষমতাসীন দল সংক্ষুব্ধ হয়। বিশেষ করে সদ্য বিদায়ী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিভিন্ন পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে আসছিলেন মন্ত্রী, দলীয় নেতা ও সরকারপন্থী আইনজীবীরা। তারা এস কে সিনহার পদত্যাগের দাবিও তোলেন। সে সময় তার কিছু ‘দুর্নীতি’র কথাও আলোচিত হয়। ৯ নভেম্বর কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। ১০ নভেম্বর সেটি বঙ্গভবনে এসে পৌঁছায়। এরপর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তার পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে পাঠান। এর মধ্য দিয়ে প্রধান বিচারপতি হিসেবে বহুল আলোচিত এস কে সিনহা অধ্যায়ের সমাপ্তি হয়।
দৃশ্যমান পদ্মা সেতু : অবকাঠামোগত উন্নয়নে আলোচিত বিষয় ছিল স্বপ্নের পদ্মা সেতু। সেপ্টেম্বরের ৩০ তারিখে স্বপ্ন বাস্তব হতে শুরু করে ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর স্প্যান বসানোর মধ্য দিয়ে। এর মাধ্যমে স্বপ্নের সেতু দৃশ্যমান হয়।
দুঃসহ যন্ত্রণার চিকুনগুনিয়া : এপ্রিল-মে মাসে রাজধানীতে অনেকেই জ্বরে আক্রান্ত হন। শুরুতে সাধারণ ভাইরাস জ্বর কিংবা ডেঙ্গু মনে করা হলেও হাতে-পায়ের গিঁটে প্রচ- ব্যথা এবং দীর্ঘদিন দুর্বল করা এই জ্বরের নাম চিকুনগুনিয়া। আগে থেকেই দেশে এডিস মশাবাহিত ভাইরাসে এই জ্বর শনাক্ত হলেও এবারই এতো বেশি মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। মশা তাড়াতে ব্যর্থতার অভিযোগে রাজধানীবাসী দুই মেয়রকে লালকার্ড দেখানোর মতো কর্মসূচিও পালন করে।
ব্লু হোয়েল গুজব : রাশিয়া, ভারতে হতাশাগ্রস্ত আক্রান্ত কমবয়সিদের আত্মহত্যার দিকে ঠেলে দেয়া প্রযুক্তি অভিশাপের নাম ব্লু হোয়েল গেম। বাংলাদেশেও আত্মহত্যায় প্ররোচনা দেয়া ব্লু হোয়েল গেমের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর শুরু হয়েছিল রাজধানীর হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অপূর্বা বর্ধনের মৃত্যুর পর। এটা এতোই আলোচিত হয় যে, গুগল ট্রেন্ডিং রিপোর্টে ব্লু হোয়েল লিখে সার্চ দেয়ার তালিকায় শীর্ষে আসে বাংলাদেশের নাম। ১৬ অক্টোবর ব্লু হোয়েল গেমসহ এ জাতীয় অনলাইন গেমের ইন্টারনেট গেটওয়ে লিংক বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট।
বনানীতে ধর্ষণ : ২৮ মার্চ বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। ঘটনার প্রায় দেড় মাস পর তারা বনানী থানায় মামলা করেন। এরপর এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। ধর্ষণের ঘটনাটির ভিডিও ধারণ করেছিল ধর্ষকরা। এই ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়। মামলার আসামিরা হলেন রাজধানীর আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ই-মেকার্স’ এর কর্মকর্তা নাঈম আশরাফ, ঢাকার পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক রেগনাম গ্রুপের এমডি মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ এবং সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।
এমপি লিটন হত্যা : ২০১৭ সাল শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে গাইবান্ধার সুন্দরগঞ্জে ক্ষমতাসীন দলের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় হকচকিয়ে ওঠে দেশবাসী। ২০০৫ সালে হবিগঞ্জে আওয়ামী লীগের শাহ এ এম এস কিবরিয়াকে হত্যার এক দশক পর কোনো এমপি হত্যাকান্ডের শিকার হন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা হত্যাকা-ের জন্য প্রথমে জামায়াতে ইসলামীকে সন্দেহ করলেও পরে জাতীয় পার্টির এমপি প্রার্থী কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি হত্যাকা-ের কথা স্বীকার করেন।
পাঠ্যপুস্তকে ভুল : বরাবরের মতো বছরের শুরুতেই সরকার দক্ষতার সঙ্গে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিয়ে প্রশংসা কুড়ায়। কিন্তু বইতে অসংখ্য ভুল ধরা পড়ে। মলাট ঝকঝকে হলেও ভেতরে ছাপার মান ছিল অত্যন্ত নিম্ন। এর মধ্যে প্রথম শ্রেণির ‘আমার বাংলা বই’র বর্ণ পরিচয় অংশে ‘ওড়না’ বিতর্ক, পঞ্চম শ্রেণির ‘আমার বাংলা বই’ এবং ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে বানান ভুল, প্রথম শ্রেণির ‘আমার বাংলায়’ ১১নং পৃষ্ঠায় ‘ছাগল আম খায়’ এর মতো ‘হাস্যকর’ তথ্যও ছিল। এছাড়া তৃতীয় শ্রেণির ‘আমার বাংলা বই’ এ পদ্য ‘বিকৃত’ করাসহ ছিল নানা ভুলভ্রান্তি। বিষয়টি নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
টিয়ার শেলে অন্ধ সিদ্দিকুর : ২০ জুলাই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নীতিমালা প্রণয়নসহ সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। পুলিশ ওই মানববন্ধনে বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশের টিয়ার শেলে তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের দুই চোখ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়া হয়। কিন্তু চোখ আর ভালো হয়নি তার। স্বাস্থ্যমন্ত্রী তাকে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের চাকরিতে নিয়োগ দেন। সিদ্দিকুর এখন সেখানেই মানিয়ে চলার চেষ্টা করছেন।
চাঁদপুর ও জামালপুরে মানবসেতুর ওপর দিয়ে হাঁটা : চাঁদপুর ও জামালপুরে স্কুলের কোমলমতি শিশু-কিশোর শিক্ষার্থীদের দিয়ে মানবসেতু বানিয়ে হেঁটে চলার ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। প্রথমে চাঁদপুরের হাইমচরে পদ্মা সেতুর অনুরূপ মানব সেতুর মাধ্যমে ছাত্রদের পিঠের ওপর দিয়ে উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী হেঁটে যান। ছবিটি ভাইরাল হয়ে যায়। অবস্থার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ তাকে দল থেকে বহিষ্কারও করে। চাঁদপুর শিশু আদালতে হয় মামলা। পরে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পান তিনি। কিন্তু এ ঘটনায় ব্যাপক সমালোচনার মধ্যেই জামালপুরের মেলান্দহ উপজেলায় শিক্ষার্থীদের তৈরি মানব সেতুতে হেঁটে যাওয়ার ছবি খবরে আসে। শিক্ষার্থীদের মানব সেতুর ওপর দিয়ে বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন প্রিন্সের হেঁটে যাওয়া ছবি নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। সেখানেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়।
রোবট সোফিয়া : বাংলাদেশ সফরে আসে হংকংয়ের ‘হ্যানসন রোবোটিক্স’ কোম্পানির রোবট ‘সোফিয়া’। এবারের ডিজিটাল ওয়ার্ল্ডের প্রধান আকর্ষণ ছিল সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এ রোবট।
পোপের বাংলাদেশ সফর : খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সফর নিয়ে পুরো বিশ্ববাসীর চোখ ছিল বাংলাদেশ ও মিয়ানমারে। কারণ তিনি এমন এক সময় এই দুই দেশ সফর করছিলেন যখন রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হচ্ছিল। আর হাজার হাজার নির্যাতিত রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছিল। শান্তি ও সম্প্রীতির বাণী নিয়ে ৩০ নভেম্বর তিন দিনের সফরে মিয়ানমার থেকে ঢাকায় আসেন পোপ।
শাকিব-অপু জুটি ঘিরে জল্পনা : বছরের সবচেয়ে আলোচিত ছিল শাকিব খান এবং অপু বিশ্বাসের বিয়ের ঘটনা ফাঁস ও বিচ্ছেদের প্রক্রিয়া। একটি টিভি চ্যানেলে ১০ এপ্রিল সন্তানসহ উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে গোপন বিয়ের কথা প্রকাশ করেন অপু বিশ্বাস। আট বছর আগের সেই বিয়ের খবর জানার কিছুদিন পরেই ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুর কাছে তালাকের নোটিশ পাঠান শাকিব খান।
না ফেরার দেশে নায়করাজ : ২১ আগস্ট বাংলা চলচ্চিত্রের সোনালি অধ্যায়ের নায়কদের অন্যতম নায়করাজ রাজ্জাক দেশকে শোকে ভাসিয়ে চিরবিদায় নেন। ২২ আগস্ট নায়করাজকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
চিরবিদায় মেয়র আনিসুল হক : ৩০ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সব সময় হাসিমুখের মানুষ ঢাকা উত্তরকে মাত্র দুই বছরে সাধ্যমতো বদলে দেয়া মেয়র আনিসুল হক। নাতির জন্মদিন উপলক্ষে ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান ৬৫ বছর বয়সি আনিসুল হক। ৪ আগস্ট তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করার পর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তিনি সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির প্রদাহ) আক্রান্ত হয়েছিলেন।
প্রামাণ্য ঐতিহ্য বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ : ৩১ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থাটি ঐতিহাসিক এ ভাষণকে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারের মেমোরিতে অন্তর্ভুক্ত করে।
চট্টগ্রামে বিশাল শূন্যতার বছর : বছরটা ছিল যেন চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল শূন্যতার বছর। বিশেষ করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জন্য। এ বছরই মহানগর আওয়ামী লীগের দুই বলিষ্ঠ কা-ারি বিদায় নেন পৃথিবী থেকে। একজন প্রবীণ রাজনীতিবিদ, সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ইছহাক মিঞা। অপরজন সদ্য প্রয়াত নগর আওয়ামী লীগের সভাপতি, তিনবারের সফল মেয়র বীর মুক্তিযোদ্ধা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।










