189469

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে খালেদা জিয়ার ‘টুইট’

নতুন বছর (২০১৮) এর শুভেচ্ছা জানিয়ে ‘টুইট’ (সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা) করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এতে তিনি আগামীর সমৃদ্ধ এক বাংলাদেশের দৃঢ় প্রত্যাশা করেন।

পাঠকদের জন্য তাঁর বার্তাটি হুবহু তুলে ধরা হলো:

২০১৮’র উষায় ‘আঁধার-দশকের’ গুম-খুন-গ্রেপ্তার-মিথ্যামামলা-সন্ত্রাস-দুর্নীতি, অর্থনৈতিক অরাজকতা ও বর্তমানের বিনাভোটের স্বৈরশাসনমুক্ত নির্ভয়, উজ্জীবিত ও সমৃদ্ধ এক বাংলাদেশের দৃঢ় প্রত্যাশা। দেশ ও বিশ্ববাসীকে ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। #HappyNewYear2018

ad

পাঠকের মতামত