ঢাবি শিক্ষক- শিক্ষিকার পরকীয়া প্রমাণিত হলে যে শাস্তি হতে পারে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভবনের এক শিক্ষকের কক্ষ থেকে তালাবদ্ধ অবস্থায় উম্মে কাওসার লতা নামে এক শিক্ষিকাকে উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ওই শিক্ষিকাকে উদ্ধার করা হয়। ওই শিক্ষিকা অ্যাডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক। তিনি কলাভবনের ৩০৪৯ নম্বর কক্ষে তালাবদ্ধ অবস্থায় ছিলেন। কক্ষটি মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আকিব-উল-হকের জন্য বরাদ্দ দেওয়া।
খবর পেয়ে সহকারী প্রক্টর আবু হোসেন মুহাম্মদ আহসানের নেতৃত্বে প্রক্টরিয়াল দল গিয়ে কক্ষের তালা ভেঙে শিক্ষিকাকে উদ্ধার করেন। ওই শিক্ষিকা বলেন, দীর্ঘদিন ধরেই আকিবের দাম্পত্য কলহ চলছিল বলে তিনি জানেন। হঠাৎ করে তাঁর স্ত্রী সেখানে চলে আসলে তিনি রাগারাগি করে সেখান থেকে চলে যান। কিন্তু তাঁকে কেন তালাবদ্ধ করে গেলেন, সেটি বুঝতে পারছেন না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিষয়টি তিনি শুনেছেন। সেখানে একজন সহকারী প্রক্টরকে পাঠিয়েছিলেন। তাঁর কাছ থেকে অবহিত হয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।’
ঘটনা প্রমাণিত হলে যে শাস্তি হতে পারেঃ
>>>>বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার
>>>শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি
ফটো সোর্সঃ ঢাবি ওয়েবসাইট এবং ফেসবুক
সূত্র: ক্যাম্পাস টাইমস