
মর্মান্তিক ঘটনা: সামান্য ঘটনায় মহিলাকে দা দিয়ে কুপিয়ে হত্যা
বেতাগী উপজেলার বিবিচিন ইউনিয়ানের দক্ষিন ফুলতলা গ্রামের বাসিন্দা স্বামী ইমন আলীর স্ত্রী মাজেদা বেগম (৫০)। পাশের গড়িয়াবুনিয়া গ্রমের নজরুল মাষ্টারের ছেলে মো: শাহাদাত (৩৫) শনিবার (৩০ ডিসেম্বর) সকালে সামন্য উঠান সারানোর জেড় ধরে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে মাজেদা বেগমকে বেতাগী সরকারি হাসাপাতালে নিলে কর্তব্যরত ডাক্তারগণ পরিস্থিতি বেহাল দেখে বরিশালে হাসাপাতালে প্রেরন করেন কিন্তু বরিশাল নেবার পথে তার মৃত্যূ হয়।
এলাকার জনগন জানান শাহাদাত নেশা খোর ও হাপ ম্যাট মাজেদাকে খুন করার সঠিক কারন কেহ বলতে পারেনি তবে ওই মাজেদাকে নাকি তাদের উঠান বাড়ি সাড়ার জন্য গত ২ দিন আগে ডাকা হয় কিন্তু সে আসেনি। আজ আসছে। আগের দিন ডাকা হয়েছে মাজেদা আসেনি কেন এই জের দরে তাকে দা দিয়ে আঘাত করা হয়।।।
পরে ঘটনাস্থলে এসে পুলিশ এলকাবাসীর সহায়তায় শাহাদাতকে আটক করে বেতাগী থানায় সোপর্দ করেন।